VoiceBharat News Hiran

বেশ কিছু দিন ধরে বিজেপি’র সর্ব ভারতীয় সহ সভাপতির সঙ্গে তাঁর বিবাদের খবর রটেছে।

কিন্ত দল বদলের জল্পনায় এবার জল ঢেলে হিরণ বলেন, ইচ্ছাকৃত ভাবে তাঁর বিজেপি ছাড়ার গুঞ্জন ছড়ানো হচ্ছে। বিধায়ক হিসাবে তিনি বেশি করে মানুষের কাজ করছেন।

বিজেপির

হিরণ অবশ্য মুখে যাই বলুন, বেশ কিছুদিন ধরে দলীয় অনুষ্ঠানে নেই হিরণ। শুক্রবার বিধাননগরের ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা কিন্তু সেখানে হিরণের দেখা মেলেনি। দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে । এর মধ্যে দলের কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা আরও বেড়েছে। যদিও সেই জল্পনা ওড়ালেন হিরণ।

এদিন হিরণ বলেন, ‘গত রবিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাসভবনে গেছিলাম। সেখানে প্রায় ২ ঘণ্টা কথা হয়। কেন্দ্রের উন্নয়ন নিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। এই সূচি ছিল পূর্বনির্ধারিত তাই শুক্রবার দলের কর্মসূচিতে যোগদান করিনি। এমনকী বিধায়কদের বৈঠকে যোগ দিতে পারব না বলে আগে দলকে জানিয়ে দিয়েছিলাম।’

হিরণের কথায়, ‘খড়গপুরের দীর্ঘদিন ধরে কোনও উন্নয়ন হয়নি। কেন্দ্রের সহযোগিতায় খড়গপুরের জন্য কাজ করার চেষ্টা করছি। কিন্তু রেল ও খড়গপুর IIT-র ২টি প্রকল্পের বিরোধিতা করার পরেই অনেকে বলতে শুরু করেন আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যাব। তা নয়। দুর্নীতির বিরুদ্ধে সরব হতেই ওই প্রকল্পের বিরোধিতা করেছি।’