india_give_bangladesh

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবেলায় ১০৯ টি এম্বুলেন্স বাংলাদেশ কে উপহার দেওয়ার কথা ঘোষনা দিয়েছিলেন মার্চের ২৬ তারিখে। তাও আবার যে সে এম্বুলেন্স নয় লাইফ সাপোর্ট এম্বুলেন্স , যেটাতে জরুরী অবস্থায় রোগীকে লাইফ সাপোর্ট দিয়ে হাসপাতাল পর্যন্ত নেওয়া যাবে উন্নত প্রযুক্তির সাথে । এর মধ্যে ৩০ টি এম্বুলেন্স ইতিমধ্যে পেট্রাপোল সিমান্তে পৌছেছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনার ।

VoiceBharat News 9309348 New Project
30 Ambulance From Govt. Of India.

ধারনা করা হচ্ছে শুক্রবার সকালে এগুলো বাংলাদেশ সিমান্তে প্রবেশ করবে এবং তারপর এগুলো বাংলাদেশ সরকারের হাতে সমাপন করা হবে ।

উল্লেখ্য , করোনার দ্বিতীয় ঢেউ এ ভারত যখন টাল মাতাল তখন বাংলাদেশকে ভারত পেয়েছে পরম বন্ধু হিসেবে, অক্সিজেন থেকে শুরু করে প্রয়োজনিয় ঔষধ সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ, সেই সময় প্রধানমন্ত্রী নরেদ্র মোদী বাংলাদেশ কে ১০৯ টি লাইফ সাপোর্ট এম্বুলেন্স কৃতজ্ঞতা স্বরূপ উপহার দেবেন বলে ঘোষনা করেছিলেন ।

বাকি ৭৯ টি এম্বুলেন্স পরবর্তিতে ধাপে ধাপে পৌছানো হবে ।