sayani ghosh

তৃনমূল সুপ্রিমো জানিয়েছিলেন ১৬ আগস্ট পালন করা হবে “খেলা হবে দিবস”।

গতকাল ছিল ১৬ই আগস্ট তাই বাংলা জুড়ে বিভিন্ন যায়গায় তৃণমূল অনুসারীরা পালন করেছেন “খেলা হবে দিবস”। শুধু কি এতটাই! বাংলা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে এই খেলা হবে দিবস ছড়িয়ে দিতে চায় তৃনমূল। তাই ত্রিপুরাতেও খেলা হবে দিবস পালন করে তৃনমূলেরা। মাঠে ফুটবল খেলতে খেলতে শুরু হয় স্লোগানের শোরও চারিদিকে ছড়িয়ে যায় খেলা হবে খেলা হবে স্লোগানের ধ্বনী।

VoiceBharat News 239468218 385412929608690 8308199624116781639 n

এই দিনটি পালন করতে সেখানে উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আবীররঞ্জন বিশ্বাস ও শান্তনু সেন। খেলা হবে দিবস উপলখ্যে একটি মিছিল করা হয় আগরতলায় এবং মিছিল শেষে ফুটবল খেলার আয়োজন করা হয়। এমন কি আগরতলায় পৌছেযান সায়নী ঘোষ, সেখানেই তিনি মন্তব্য করেন বিজেপির বিরুদ্ধে। তাঁকে জিজ্ঞেস করতেই তিনি বলেন ত্রিপুরায় যা হয়েছে এরকম ধরনের কাজ বিজেপি করেই থাকে, ওদের এমন ব্যাবহারে মানুষের ক্ষোভ আরো বাড়বে তাদের প্রতি। এই বলেই হয়তো বিজেপি কে তৃনমূলের আগাম জয়ের বার্তা দিতে চাইলেন সায়নী ঘোষ।

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com