VoiceBharat News Mamata Rudranil

বিধানসভায় ভোটে চমক দিয়ে বাংলায় সরকার গড়েছে তৃণমূল । তবে , নন্দীগ্রামে বাংলার মেয়ে মমতা ব্যানার্জির হারের ফলে চিন্তার কালো মেঘ ঘনিয়েছিলো দলের অন্দরে । এরপর উপনির্বাচনে মমতাকে ভবানীপুর থেকে পদপ্রার্থী করা এবং আগামী ৩০ শে সেপ্টেম্বরে ভোটের দিন ঘোষণা করায় বেশ ফুরফুরে রয়েছে তৃণমূল শিবির । আর সেই পরিবেশে একি বলে বসলেন রুদ্রনীল !

VoiceBharat News 343392 rudra 1 1

মমতা ব্যানার্জি জিততে না পারলে মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না এই পরিস্থিতিতে ভবানীপুরের ভোটে তাঁর জয়ের দিকে সকলের যে নজর তা অনস্বীকার্য । তবে , মমতার বিরোধীপ্রার্থী কে হবে সে বিষয়ে কি ভাবছে বিজেপি ? চারিদিকে রুদ্রনীলকে দিদির বিরুদ্ধে দাঁড় করানোর চর্চা মাঝে বিজেপি নেতা রুদ্র কি ভাবছেন ?

রুদ্রনীল বলেন , এখনো পর্যন্ত দল কোনো সিন্ধান্ত নেয়নি তবে তাঁকে সুযোগ দিলে তিনি অবশ্যই তৈরি থাকবেন । তবে তাঁর মতে , দিদিকে বিনা ভোটের প্রতিদ্বন্দ্বিতায় জেতানো হোক । ভোটের আগে তাঁর এহেন চিন্তার কারণ কি তা নিয়ে রাজ্য রাজনীতিতে যে ঝড় উঠবে তা বলা যায় ।