VoiceBharatBlack background, brick wall vector wallpaper.

এরিয়া ভিত্তিক সাংবাদিক খুজছি আমরা। বেতন আলোচনা সাপেক্ষে । প্রত্যেক জেলা শহর/এলাকা থেকে ১ জন করে সাংবাদিক নিয়োগ করবে ভয়েস ভারত নিউজ।

আবেদন করবেন কিভাবে?

আবেদন করার জন্য নিচের শর্ত গুলো ভালোভাবে পড়ে নিন এবং পরবর্তি নির্দেশনা অনুসরন করুন।

১। সত্যতা যাচাই করে খবর পাঠাতে হবে।

২। বাংলা ভাষা পরিষ্কার উচ্চারণ করতে হবে , আঞ্চলিক ভাষা গ্রহন যোগ্য নয়

৩। ভিডিও ফুটেজ ও সম্পূর্ন তথ্য চিত্র পরিপূর্ন থাকতে হবে ।

৪। একই তথ্য, চিত্র বা ভিডিও অন্য কোন সংবাদ মাধ্যমকে প্রদান করা / বিক্রি করা যাবে না ।

৫। সংবাদ সংরহের সময় কোন রাজনৈতিক, অরাজনৈতিক, জাতি, গোষ্ঠী অথবা কোন পক্ষ থেকে অর্থিক সুবিধা নেওয়া যাবে না ।

৬। রিপোর্টে যা ঘটেছে তার বাইরে সাংবাদিক নিজের পক্ষ থেকে কোন মতামত জানাতে পারবে না । (যেমনঃ এটা অন্যায় কাজ করেছেন অমুক দল , এই কাজ আপনার ঠিক হয়নি ইত্যাদি।

৭। সাংবাদিকতার নাম ব্যাবহার করে কোন রকম অনৈতিক কাজে জড়ালে তার দ্বায়ভার আপনাকেই বহন করতে হবে । তবে খবর সংরহ করতে গিয়ে কোন অসুবিধার সম্মুখীন হলে ভয়েস ভারত এই বিষয়ে সাহায্য করবে ।

৮। সাংবাদিক কে অবশ্যই রাজনৈতিক ব্যাপারে নিরপেক্ষ হতে হবে। ব্যাক্তিগত জীবনে আপনি যে দলই সমর্থন করুন না কেন, অবশ্যই যা ঘটেছে তাই রিপোর্ট করতে হবে।

আবেদন ফ্রম

আবেদনের জন্য আপনার নাম, ঠিকানা, যে এলাকার সাংবাদিকতা করতে চান তার নাম , মোবাইল নাম্বার , শিক্ষাগত যোগ্যতা সহ নিচের এই ফরমেটে লিখে মেইল করতে হবে career@voicebharat.com এই ঠিকানায় ।

নামঃ আপনার নাম

ঠিকানাঃ আপনার ঠিকানা

সাংবাদিকতার এরিয়াঃ যে এরিয়ায় সাংবাদিক হতে চান যেমনঃ বর্ধমান, হাওড়া

মোবাইল নাম্বারঃ আপনার মোবাইল নাম্বর ( আমরা এই নম্বরে যোগাযোগ করবো)

শিক্ষাগত যোগ্যতাঃ আপনার শিক্ষাগত যোগ্যতা

সাংবাদিকতার ধরনঃ সেচ্ছাসেবী অথবা বেতনভুক্ত

কেন আপনি সাংবাদিকতা পছন্দ করেনঃ বিস্তারিত লিখুন এই লেখা আপনার সিভির মত কাজ করবে ।

সবকিছু ঠিক ভাবে ফিলাপ করে পাঠিয়ে দিন আমাদের এই ইমেইল এ career@voicebharat.com , আমরা এটি পর্যাবেক্ষন করবো এবং পরবর্তি নির্দেশনা আপনাকে ইমেইলে অথবা ফোন করে জানানো হবে ।