Current India

অর্জুনের জল্পনায় জল, সৌমিত্রকে নতুন দায়িত্ব দিল বিজেপি!

দলবদলের পরেই জল্পনা উস্কে দিয়েছিলেন অর্জুন সিং। তাঁকে অনুসরণ করে বিজেপি ছাড়ছেন কি আরো কেউ? এই প্রশ্নের উত্তরে আগেরদিনই অর্জুন বলেছেন, “ওয়েট, অপেক্ষা করুন। অনেকেই আসছে এটুকু বলতে পারি।” সঙ্গে এমন এক নেতার নাম তিনি করেছিলেন যা ছিল অপ্রত্যাশিত। সেই নেতাকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে সেই সম্ভাবনাই উড়িয়ে দিল বিজেপি।

অর্জুনের সাথে দল ছেড়ে আর কে যাচ্ছেন তৃণমূলে? জবাবে সরাসরি না বললেও অর্জুন সিং নাম বলেছিলেন সৌমিত্র খাঁ-র। “সৌমিত্র আমার ভাই…এর চেয়ে বেশি কিছু এখনই বলা ঠিক হবেনা। দেখুন কী হয়!” বলেছিলেন অর্জুন।


গেরুয়া শিবিরের অন্দরেও সেই সংশয় ঘনাচ্ছিল। কেননা প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বয়ং দিলীপ ঘোষ বলেছিলেন, “কে, কখন যাবেন কিছু বলা সম্ভব নয়। সময়ই কথা বলবে।” একমাত্র আশাব্যঞ্জক মন্তব্য করেছিলেন লকেট চট্টোপাধ্যায়।

তিনি স্পষ্টতই বলেন, “বিজেপির মধ্যে অবিশ্বাসের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। আমি নিশ্চিত করে বলতে পারি, ২০১৯ সাল থেকে যাঁরা দলের সাথে রয়েছেন , তাঁরা কেউ ছেড়ে যাবেননা। এছাড়া কেউ যেতে চাইলে এখনই চলে যাক, দরজা খোলা আছে।”

অর্জুন। সিংয়ের তৈরি জল্পনা রাত না পেরোতেই নিজেই উড়িয়েছেন সৌমিত্র খাঁ। অর্জুন সিং ‘দাদার মতো’ হলেও তিনি যে বিজেপি ছাড়ছেননা স্পষ্ট করে সেটাই জানিয়ে দেন। তিনি আরো বলেন, “চতুর শিয়াল ভাইপো বন্দ্যোপাধ্যায়, যে দিন তৃণমূল থেকে পদত্যাগ করবেন, আমি সে দিন তৃণমূল নিয়ে ভাবব। আগে উনি পদত্যাগ করুন। অনেক কিছুর নায়ক এই চতুর শিয়াল। তাঁর হাত ধরে আমি বলির পাঁঠা হব না। আমি চতুর শিয়ালের পতন দেখতে চাই।”


এরপরেই সৌমিত্র খাঁকে নতুন দায়িত্ব অর্পণ করল বিজেপি। পুরুলিয়ায় শ্রমিক সংগঠন জোরদার করার কাজে নিযুক্ত হলেন তিনি। এখন সৌমিত্র পদ্মশিবির না ছাড়লেও, অর্জুনের কথা মতো ‘আরো অনেকে’র মধ্যে কোন নাম যুক্ত হয় সেটাই দেখার।

Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com

Recent Posts

বিদেশের মাটিতে কি তৈরি হচ্ছে হিন্দুরাষ্ট্র ! কি এর সত্যতা?

ভারতে বেশ কিছু হিন্দু দের দাবি রয়েছে তারা একদিন ভারত কে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচয়…

1 year ago

সোশাল মিডিয়ায় বর্বরতার ভিডিও ভাইরাল! আটক ৪ জন

আজও কিছু মানুষের মধ্যে দেখা যায় বর্বরতার। আসামে হাইলাকান্ডির ঘটনা ৪জন কে আটক করে পুলিশ।…

1 year ago

বিজেপির সুফারিশে হলেন মাদ্রাস হাইকোর্টের জাজ!

বিজেপির সুফারিশ পেয়ে হলেন মাদ্রাস হাইকোর্টের জাজ! আজকাল কি তবে এই ভাবেই পাওয়া যায় কোনো…

1 year ago

অচলাবস্থা থেকে নিস্তার পাবে সংসদ! আদানি ইস্যু তে হবে আলোচনা

কয়েকদিন ধরেই বেশ তোলপাড় চলছে সংসদ হচ্ছে একের পর এক বৈঠক মুলতুবি। সংসদ ভবন হোক…

1 year ago

রাজ্য জুড়ে চলছে রেশনের ধর্মঘট! দিল্লি চলো ডাক তুলেছেন রেশন ডিলাররা!

রাজ্য জুড়ে চলছে রেশনের ধর্মঘট। জানা গিয়েছে আগামী ৭২ ঘণ্টা কেউ পাবেন না রেশন। কিন্তু…

1 year ago

বিয়ে করছেন সিদ্ধার্থ এবং কিয়ারা! জানুন কবে কোথায়?

বলিউডে লাভ বার্ডস দের মধ্যে আরেকটি জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শুরু তে এই…

1 year ago