milan_thunderstorm_sm

গত রবিবার ১১ ই জুলাই ২০২১ তারিখে সারাদেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে মোট ৬১ জনের , এর মধ্যে রাজস্থানের জয়পু্রে মধ্যযুগে তৈরি আমের দূর্গের ওয়াচ টাওয়ার থেকে সেলফি তুলতে গিয়ে মৃত্যু ১১ জনের , এছাড়া একই দিনে স্থানীয় আরো ৯ জনের মৃত্যু হয় । ঘটনার সময় টাওয়ারটি থেকে লাফিয়ে পড়ে আরো অনেকেই আহতো হয়েছেন ।

VoiceBharat News thunderstorm in himachal 1592665175

এছাড়া একই দিনে উত্তর প্রদেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে আরো ৪১ জনের । বিজ্ঞানীদের ধারনা দ্রুত জলবায়ু পরিবর্তন , গাছ কেটে বন ধংশ এবং মানব সৃষ্ঠ প্রাকৃতিক পরিবর্তনের কারনে ১৯৯০ এর পর থেকে ভারতে বজ্রপাতের সংখ্যা বহুগুনে বেড়েছে ।

এ ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত রাজস্থানে নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরন দেওয়ার আশ্বাস দেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করেন এবং নিহতদের ক্ষতিপূরন দেওয়ার কথা জানান ।

By Nisha Das

Nisha Das, Publisher Of VoiceBharat News nisha@voicebharat.com