srijit mukherjee

শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সত্যিই মাল্টিট্যালেন্টেড। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র তরুন কবিতাপ্রেমীদের আইকন শ্রীজাতকে এর আগে আমরা অনেক রূপেই দেখেছি। কবি, ঔপন্যাসিক , নাট্যকার, অ্যাঙ্কর, গীতিকার। কৌশিক গাঙ্গুলীর ছবি ‘ C/O স্যার ‘– এর ‘ নীল স্লিপিং পিলের রাত’, ‘থেমে যায় মেঘ’ সহ বেশকিছু গান এখনও অনেকেরই ইয়ারফোনে নিঃশব্দ রাতের সঙ্গী। এবার সেই শ্রীজাত ডেবিউ করতে চলেছেন চিত্র পরিচালক রূপে।

VoiceBharat News images 34


তাঁর প্রথম ছবি ‘মানবজমিন’ এর লোকেশান ফাইনাল। কাস্টিংয়েও থাকছে চমক। পরাণ বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, মিশকা হালিম ছাড়াও অভিনেতা হিসেবে বিশেষ চরিত্রে দেখা দেবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়!

এর আগে অনেকটা সুভাষ ঘাই স্টাইলে নিজের ছবিতে হঠাৎ ঝলকে দেখা দিয়েছেন পরিচালক সৃজিত। অন্যদিকে তাঁর ‘জুলফিকার’ ছবিতে অতিথি শিল্পী রূপে দেখা গেছে কবি শ্রীজাতকে।

VoiceBharat News images 32 2


এবারের কেমিষ্ট্রিটা ১৮০ ডিগ্রী ঘুরে গেছে একদম অন্যদিকে। অবশ্য এই ছবিতে সৃজিতকে গীতিকার হিসেবে পেতে চেয়েছিলেন নব্য পরিচালক। ব্যস্ততার অজুহাতে দুষ্টুমি করে পাশ কাটান সৃজিত। অথচ অভিনয়ের কথা অফার দেওয়া মাত্রই তিনি রাজি।


মিশকা হালিম ইতিমধ্যেই বেশ কিছুটা পরিচিত মুখ। ‘মহানায়ক’ ধারাবাহিকের পাশাপাশি ‘বাবার নাম গান্ধীজি’, ‘ক্ষত’ এরকম বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। শ্রীজাতর সাথে কাজ করতে পেরে তিনি আপ্লুত। ছবিতে না হলেও একসাথে কাজ করেছেন অবশ্য তাঁরা আগেই।

VoiceBharat News images 36

স্বপ্নসন্ধানী – নাট্যদলের জন্য শ্রীজাতর লেখা নাটক ‘কর্কটক্রান্তির দেশ’ এ অভিনয় করেছিলেন মিশকা।
শ্রীজাতর আরেক জুটি সুরকার জয় সরকারও রয়েছেন সাথে।

সেপ্টেম্বরেই ছবির শ্যুটিং শুরুর রয়েছে পরিকল্পনা। দেখা যাক এই অভিনব রসায়ন বাংলা ছবির দর্শকদের নতুন কী উপহার দেয়!

VoiceBharat News images 35

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com