VoiceBharat News 1

রাজ্যের সমস্ত নিম্ন আদালত খোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত বুধবারই এ সংক্রান্ত গাইডলাইন পেশ করা হয়।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল অনন্যা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দেওয়া গাইড লাইন পেশ করেন।

VoiceBharat News justice
Gavel And Scales Of Justice On Desk In Law Office

হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী সপ্তাহের কাজের দিনগুলোতে আদলতের কাজ স্বাভাবিক অবস্থায় যেমন আগে চলছিল তেমন ভাবেই চলবে, অবশ্যই কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই চলবে আদালতের কাজ।
গাইড লাইনে বলা হয়েছে — মামলাকারী এবং আইনজীবীরা সকলেই আদালতে প্রবেশ করতে পারেন নির্দিষ্ট স্বাস্থ্যবিধি বজায় রেখে। সে ক্ষেত্রে সশরীরে এবং ভার্চুয়াল দুরকম প্রক্রিয়ায় উপস্থিতিরই গুরুত্ব সহকারে মান্যতা দিয়েছে হাইকোর্ট।

তবে এক্ষেত্রে আইনজীবী ও তাদের ক্লায়েন্ট সহ আদালতে উপস্থিত প্রত্যেককেরই ভ্যাক্সিনের ২টো ডোজ্ নেওয়া বাধ্যতামূলক। অন্যথায় আদালতে আসার দুই দিন আগে RTPCR টেস্ট করাতেই হবে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই তারা আদালতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আদালতের আশপাশ নিয়মিত স্যানিটাইজ ও মুখে মাস্ক পরা বাধ্যতামূলক বলে হাইকোর্টের দেওয়া গাইডলাইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

VoiceBharat News court justice law rule concept judge s gavel table 143558745

কোর্ট চত্বরে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ আদৌ কতটা মেনে চলতে পারবেন সবাই? সেটা নিয়ে সংশয় থেকেই যায়।
তবে এটাও তো ঠিক, দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় বহু মামলাই অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। ফলে অসুবিধায় রয়েছেন মামলাকারীর পরিবার এবং আইনি কাজের সাথে সংশ্লিষ্ট অনেকেই। হাইকোর্টের এই নির্দেশকে তাই কার্যকরী বলতেই হয়। 

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com