driving licence

ড্রাইভিং লাইসেন্স এর জন্য দৌড়াতে হচ্ছে RTO অফিস । আর করতে হবেনা দৌড়ঝাঁপ । সরকার দ্বারা উদ্যোগে অনলাইন পোর্টালের মাধ্যমে করে নেওয়া যাবে এই কাজ । এবার আপনি ও বাড়িতে বসেই করে নেবেন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল ।

VoiceBharat News 929806 untitled design 18

অনলাইন পোর্টালে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার কয়েকটি পদ্ধতি :

১. প্রথমে পরিবহন বোর্ডের ওয়েবসাইটে ভিসিট করুন । সাইটের লিংক –  https://parivahan.gov.in/parivahan ।

২. এবার লেফট সাইডের মেনুতে ‘ apply online ‘ ক্লিক করুন ।

৩. এরপর ‘ Driving License Related Services ‘ তে ক্লিক করুন ।

৪. আপনি কোন রাজ্য থেকে সুবিধা পেতে চান তা জানান ।

৫. রাজ্যের অপশন ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ খুলে যাবে ।

৬. Apply online অপশনে গিয়ে তারপর ‘ সার্ভিসেস অন ড্রাউভিং লাইসেন্স ‘ এ যান ।

৭. এখানে আপনাকে ক্লিক নেক্সট অপশন দেখাবে তবে তার আগে পদ্ধতির বিবরণ থাকবে , আপনি চাইলে সেটি পড়ে নিতে পারেন ।

৮. এবার এখানে বার্থডেট , আপনার পিন কোড এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর সবগুলো দিয়ে দিন ।

৯. ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তবে  ‘ রিকোয়ার্ড সার্ভিস ‘ অপশনে যাবেন , সেখানে রিনিউয়ালের জন্য ‘ Renewal ‘ তে যান ।

১০. এখানে আপনাকে গাড়ির তথ্য জানাতে হবে ।

১১. এবার আপনার signature সহ ছবি জমা করতে হবে ।

১২. ফর্ম ফিলাপ হয়ে গেলে আপনার Application id শো করবে । এরপর মোবাইল নম্বরে আপনার অ্যাপ্লিকেশন ডিটেইলস পাঠাবে সংস্থা । এবার একটি প্রিন্টআউট বার কোনো নেবেন ।

১৩. শেষে আপনার যেকোনো টাকা পাঠানোর মাধ্যমে ২০০ টাকা ফি জমা করতে হবে ।