VoiceBharat News 241445686 244650690912046 5143881077701028125 n 1638025801525 1638025809557

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন পার্থ মিত্র, এখন অবশ্য ‘বিদায়ী’। কেননা তৃণমূল কংগ্রেস এবারে আর টিকিট দেয়নি তাঁকে। নির্বাচনে প্রার্থী বদল হতেই পারে, তবে তৃণমূল নেতা পার্থর দাবি, এবার টাকা তুলে দিতে না পারায় টিকিট পাননি তিনি। খবর পেয়েই রাতারাতি দল পাল্টে কংগ্রেসে যোগ দিয়েছেন। টিকিটও পেয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। বিক্ষুব্ধ কাউন্সিলরের বক্তব্য ইতিমধ্যে রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে।

VoiceBharat News 32cb20ea5a827f2a98b2db45e166beb5 original


বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দিন ঘোষণার পরদিনই তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যায়। কিন্তু সেই তালিকায় ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে পার্থবাবুর নাম নেই! তার বদলে চন্দ্রিমা বসুর পুত্র সৌরভ বসুর নাম।

খবর পাওয়া মাত্রই দল ছাড়ার সিদ্ধান্ত দেন ক্ষুব্ধ প্রাক্তন কাউন্সিলর। সাথে সাথে কংগ্রেসে যোগ দিয়ে ফেলেন। পার্থবাবুকে ওই ৮ নম্বর ওয়ার্ডেই প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।
সংবাদমাধ্যমের কাছে পার্থ মিত্র সরাসরি জানান, “টাকা তুলে দিতে পারিনি বলেই টিকিট দেয়নি তৃণমূল”। যদিও ফিরহাদ হাকিমের প্রশংসা করেছেন তিনি। কিন্তু দলের প্রতি ক্ষোভ নিরুদ্ধভাবে প্রকাশ করে বলেছেন, “ববিদা আমার জন্য লড়াই করেছিলেন। কিন্তু তলে তলে অনেক খেলা হয়েছে। তাই আমি টিকিট পাইনি। সেসব সংবাদ মাধ্যমের সামনে আসুক আমি চাইনা। এক সময়ে মমতা ব্যানার্জীর গাড়ি করে ঘুরতাম। আর আজ খারাপ হয়ে গেলাম?”


আসলে প্রবল ক্ষোভে কথা বলেছেন পার্থ মিত্র। কিন্তু শত ক্ষোভেও দলের ব্যক্তিগত ‘খেলার’ কিসসা সামনে আনতে চাননি, এতে প্রাক্তন দলের প্রতি তাঁর বিশ্বস্ততাই প্রমাণিত হয়। দলবদল করার ফলে কংগ্রেস পার্থবাবুকে তাঁরই ওয়ার্ডে মনোনয়ন দিয়ে কিছুটা হলেও হৃতমর্যাদা রক্ষার সুযোগ করে দিল, তিনি এমনটাই মনে করছেন।

VoiceBharat News pro 7

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com