Adhar

ফোন নম্বর নথিভুক্ত না থাকলে আধার কার্ড ডাউনলোড করতে পারছেন না । এবার চিন্তা নেই , নথিভুক্ত নম্বর ছাড়াই করে নিন কাজ । দেখুন কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন :

১) ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in এ  যান ।

২) ‘My Aadhaar’ অপশনে গিয়ে ‘Order Aadhaar reprint’ ক্লিক দিন ।

VoiceBharat News ad9

৩) ১২ ডিজিটের আপনার আধার নম্বর বা ১৬ ডিজিটের virtual identification number  (ভিআইডি) দিয়ে দিন ।

৪) ক্যাপচা কোড আসলে সেটা দিয়ে নিজের তথ্য যাচাই করে নিন ।

৫) তারপর ‘My mobile is not registered’ বলে আসবে সেখানে ক্লিক করুন । তারপর আপনার যে মোবাইল নম্বর নথিভুক্ত করা নেই , এমনটা দিন ।

৬) ‘Terms and Conditions’ তে ক্লিক করে ‘Send OTP’ তে যান ।

৭) ‘Submit’ করুন ।

৮) তারপর একটি নতুন পেজ খুলবে । ‘Preview Aadhaar Letter for further verification for reprint’ অপশন তে ক্লিক করুন ।

৯) ‘Make Payment’-এ ক্লিক করুন এবং পিডিএফ ডাউনলোড করার জন্য আপনার ডিজিটাল স্বাক্ষর দিন ।

১০) এরপর একটি এসএমএস আসবে এবং এর  মাধ্যমে সার্ভিস রিকোয়েন্ট নম্বর পাবেন । এবার আপনি নিজের আধার কার্ডের স্টেটাস দেখতে পারবেন ।