VoiceBharat News IMG 20220131 123539

আবার ‘চড়াম চড়াম’ বক্তব্য ঝেড়ে বসলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল। এমনিতেই বিতর্কিত মন্তব্য করায় তাঁর জুড়ি নেই। তবে সেই মন্তব্যগুলো হয় সোজা সপাট। একেবারে সোজাসুজি বিরোধীদের বক্ষে গিয়ে বিঁধে দেয়। সম্প্রতি বিজেপি রাজ্যসভাপতিকে উদ্দেশ্য করে এমন প্রশংসা করে বসলেন অনুব্রত, যা ছিল একেবারেই অপ্রত্যাশিত। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের উল্লেখ করে তিনি বলেন, “দুর্দান্ত! সব ফেলে দিচ্ছে।”

VoiceBharat News images 2022 01 31T124103.619


রাজনৈতিক শিবিরের অনেকেই বুঝে উঠতে পারছেননা ‘ফেলে দিচ্ছে’ মানেটা কী!
মানে পরিস্কার হয়ে যাবে, যদি দেখা যায় কোন প্রেক্ষাপটে অনুব্রত কথাটা বলেছেন। গত শনিবার বিজেপী কর্মীদের একটা বড়সড় দল একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেখানেই এই অদ্ভুত প্রতিক্রিয়াটি দিয়েছেন অনুব্রত মন্ডল।

বোলপুরের তৃণমূল পার্টি অফিসে খয়রাশোলের ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। এই দলবদলির সভায় উপস্থিত ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল সংগঠক অনুব্রত। সেখানেই তিনি বলেন, “আপাতত ১৫০ জন এসে যোগদান করলেন। আরও আড়াইহাজার এরপর যোগ দেবেন।”

VoiceBharat News images 2022 01 31T124121.187
এই বক্তব্যেই বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের প্রসঙ্গ উঠে আসে। বলেন, “রাজ্য বিজেপিতে এখন খাওয়াখাওয়ি চলছে। তবে বিজেপির রাজ্যসভাপতি ভালো লোক। স্ট্যামিনা আছে। ধ্যাড়াদ্ধ্যার সব ফেলে দিচ্ছে। বেশি কিছু করলেই ফেলে দাও।”

VoiceBharat News 1632162391 sukanta min
কী ‘বেশি করলে’ কী ‘ফেলে দিচ্ছেন’ সুকান্ত মজুমদার? সেটা অবশ্য পরিস্কার করেননি অনুব্রত। অন্যদের বুদ্ধির ওপরেই ছেড়ে দিয়েছেন। এবার যার যেমন বুদ্ধি সে তেমন ভাবছে।
তবে বিজেপির বীরভূম জেলার সভাপতি এই প্রসঙ্গে বলেছেন,”ওঁর কাজই হল উল্টোপাল্টা বলা। আর উনি কী বলছেন, তাতে আমাদের রাজ্যসভাপতির কিছু আসে যায়না।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com