VoiceBharat News IMG 20220419 155838

অগনিত যাত্রী ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনে যাত্রা করেন। আর যাত্রাকালীন একটু আরাম, একটু স্বাচ্ছন্দ্য কে না চান! তার জন্য অনেকক্ষেত্রেই অতিরিক্ত অর্থমূল্যও দিতে প্রস্তুত থাকেন অনেকে। কিন্তু, বহুজনই অনেক সময়ে অভিযোগ করেন, তাঁরা লোয়ার বার্থ অর্থাৎ নিচের দিকের ভালো লোয়ার বার্থ পাননা।

VoiceBharat News images 2022 04 19T132800.328


দূরপাল্লার ট্রেনে যাত্রাকালীন লোয়ার বার্থ পেলে নিঃসন্দেহে আরামে যাওয়া যায়। বিশেষ করে বয়স্ক সিনিয়র সিটিজেন যাঁরা খুব বেশি ওঠানামা করতে পারেননা তাঁদের জন্য লোয়ার বার্থ পাওয়াটা সত্যিই দরকার।
মুশ্কিল হলো স্বাচ্ছন্দ্য তো সবাই চান, তাই সবক্ষেত্রের মতো রেলওয়ে টিকিট বুকিংয়েও বেশিরভাগসময়ে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ রীতিই কাজ করে থাকে। তবে শুধু সেকারনেই নয়, তাছাড়াও রেলের সাধারণ কিছু নিয়মকানুন থাকে যেগুলো জেনে রাখা জরুরী।

VoiceBharat News images 2022 04 19T161241.875
বছরখানেক আগে এক যুবক তাঁর চাহিদামতো লোয়ার বার্থ না পাওয়ায় তাঁর ক্ষোভ ব্যক্ত করে ট্যুইটারে সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে একটি পোস্ট করে জানান — তাঁর নিজের রিজার্ভেশন ছিল। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তিনি তাঁর পরিবারের সিনিয়র সিটিজেনদের যাত্রার জন্য ৩টি লোয়ার বার্থ একসাথে বুকিং করতে পারেননি। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে।

এই প্রকাশ্য পোস্টেই যুবক জিজ্ঞাসা করেছিলেন, ‘কী কারণে ৩ জন সিনিয়র সিটিজেন থাকা সত্বেও লোয়ার বার্থ পাওয়া গেলনা?’ এই প্রশ্নের সূত্রেই IRCTC তাঁকে তাঁর প্রশ্নের উত্তর জানিয়েছিল। বিষয়টি নিয়ে এখনও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তাই সেই ঘটনার প্রত্যুত্তরে দেওয়া সঠিক কারণগুলি জেনে রাখা দরকার।

VoiceBharat News IMG 20220419 155640
IRCTC- এর পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘রেলে সিনিয়র সিটিজেনদের লোয়ার বার্থ বুকিংয়ের কিছু নিয়ম আছে৷ প্রথমত, ২ জনের বেশি সিনিয়র সিটিজেন থাকলে, তাঁদের ক্ষেত্রে সবসময় লোয়ার বার্থ কনফার্ম করা যায়না। দ্বিতীয়ত, যদি ২ জন যাত্রী একসাথে একই টিকিটে জার্নি করেন এবং তাঁদের মধ্যে ১জন সিনিয়র সিটিজেন হন, অথচ অপরজন যদি না হন তবে কনফার্ম লোয়ার বার্থ পাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভবপর হয়না৷’ তাছাড়াও মহিলা ও পুরুষ বিশেষে বয়সের একটি নির্ধারিত সীমা রয়েছে।

পুরুষদের ক্ষেত্রে এই সিনিয়র সিটিজেনদের বয়স অন্তত ৬০ হতে হবে৷ ৬০ বছর বয়সের নিচে কেউ সিনিয়র সিটিজেন হিসাবে গণ্য হননা। আবার মহিলাদের ক্ষেত্রে এই বয়সের ন্যূনতম সীমা ৪৫ বছর। অর্থাৎ ৪৫ বছরের ওপরে বয়স হলে সেই মহিলা সিনিয়র সিটিজেনরূপে গণ্য হবেন। সুতরাং লোয়ার বার্থ কনফার্মেশনের জন্য এই বিষয়গুলি সবার আগে খেয়াল রাখা জরুরী।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com