VoiceBharat News 1644370880 bidesh

আইএস-খোরাসানের অন্যতম জঙ্গিনেতা সানাউল্লা গফরি-র মাথার দাম নির্ধারিত হল ৭৫ কোটি টাকা। ২০২০ থেকে এই পর্যন্ত আফগানিস্তানের প্রায় সমস্ত বিধ্বংসী হামলার নকশা তৈরি করত, অর্থের বন্দোবস্ত করত এই ব্যক্তি। ‘রিওয়ার্ড অফ জাস্টিস’ দপ্তরের একটি রিপোর্টের বিবরণে এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত উল্লিখিত রয়েছে।

VoiceBharat News IMG 20220210 104100


২০২০ সালেই সানাউল্লাকে দায়িত্বভার দিয়েছিল আইএস-খোরাসান। এরপর থেকেই একাধিক নাশকতার মূলচক্রী ছিল এই ব্যক্তি। আমেরিকা জানাচ্ছে — ১৯৯৪ সালে তার জন্ম, এমনটাই আন্দাজ করা যাচ্ছে। সানাউল্লার আসল নাম শাহাব-আল-মুজাহির। গত বছর কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার সাথেও ওতপ্রোত যুক্ত ছিল জঙ্গিনেতা সানাউল্লা।

 

বিস্ফোরণের ৪৮ ঘন্টার মধ্যেই খোরাসানে পাল্টা হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরের মূলচক্রীকে খতম করা হয়েছিল এমনটাই জানিয়েছিল আমেরিকা। কিন্তু সানাউল্লা গফরি ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে বলেই সম্প্রতি চিহ্নিত করা হয়েছে। গাঢাকা দিয়ে লুকিয়ে রয়েছে এই জঙ্গি। আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ রিওয়ার্ড অফ জাস্টিস’ ঘোষণা করেছে– সানাউল্লা গফরি ওরফে শাহাব-আল-মুজাহির নামের এই জঙ্গি সম্পর্কে কোনোরকম তথ্য বা সন্ধান দিতে পারলে পুরস্কার মূল্য দেওয়া হবে ১ কোটি মার্কিন ডলার। ভারতীয় টাকার হিসেবে এই পুরস্কার মূল্য প্রায় ৭৫ কোটি টাকা।

প্রসঙ্গত, ২০২১ সালে তালিবানরা আফগানিস্তান দখলে পরেপরেই কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। যাতে ১৩জন আমেরিকান সৈনিক সহ ১৮৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে কাবুল নিবাসী ভারতীয় এবং অন্যান্য দেশের মানুষজনও ছিলেন, যাঁরা তালিবানদের হাত থেকে রক্ষা পাবার জন্য সেই দেশ ছেড়ে পালিয়ে আসছিলেন।

এমনিতেই কোভিড পরিস্থিতিতে তখন বিমানবন্দরের ভিড়ে সুরক্ষাব্যবস্থা সংকটে ছিল, তার ওপর জঙ্গিরা ঘটিয়েছিল ওই ভয়াবহ বিস্ফোরণ! অসংখ্য নিরীহ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার নায়ক এই সানাউল্লা গফরি, যাকে হন্যে হয়ে খুঁজছে আমেরিকা।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com