VoiceBharat News IMG 20220224 122638

একটা সময়ে তিনি প্রাণের ঝুঁকি নিয়ে দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সেনাপ্রধানের সেই অমূল্য প্রাণ রক্ষা করল অনলাইন ফুড ডেলিভারি Swiggy-র এক ডেলিভারি বয় মৃণাল কিরদাত। প্রাণ ফিরে পেয়ে কর্ণেল মনমোহন মালিক এই যুবককে আশীর্বাদ সহ ধন্যবাদ জ্ঞাপন তো করেছেনই, পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তাঁকে সম্মাননা প্রদান করা হয়েছে। আর এই ঘটনা নেটমাধ্যমে আসতেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটনাগরিকরা।

VoiceBharat News images 2022 02 24T132039.503


অনলাইন ফুড অ্যাপের ডেলিভারি সম্পর্কে যাঁরা একটু অবগত তাঁরা জানেন এই ডেলিভারি কর্মীদের কীভাবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাইক নিয়ে ছুটোছুটি করতে হয়। তেমনই মুম্বাইয়ের একটি ব্যস্ত রাস্তায় গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন. Swiggy-র ডেলিভারি বয় মৃণাল কিরদাত। এমন সময়ে তিনি লক্ষ্য করেন অসুস্থ প্রবীণ এক ব্যক্তিকে নিয়ে জ্যামে আটকে পড়েছে গাড়ি। একচুল নড়বার উপায় নেই!

এদিকে বৃদ্ধ ব্যক্তির অবস্থা বেশ সংকটজনক। ওদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাস্টমারের বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ফরমান। তবে এই উভয়সংকটেও বিন্দুমাত্র দ্বিধা না করে বৃদ্ধ ব্যক্তির গাড়ির দিকে এগিয়ে যান মৃণাল। নিজের নেমে পড়ে ওই স্থান থেকে বৃদ্ধ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরে পরিচয় জানা যায়, এই ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত কর্ণেল মনমোহন মালিক। যিনি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিপক্ষের গোলাবারুদের সামনে যিনি ভারতবর্ষের শির উন্নত করতে প্রাণ লিখে দিয়েছিলেন দেশের নামে।

VoiceBharat News IMG 20220224 122609
ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হবার পর সম্প্রতি এই ঘটনার কথা জানতে পেরেছে দেশবাসী। প্রাক্তন সেনাপ্রধান কর্ণেল মনমোহন মালিক বলেছেন, “কয়েক সপ্তাহ আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তবে আমার এই নতুন জীবন দিয়েছেন মৃণাল।” সেদিন সময়মতো হাসপাতালে না পৌঁছে দিলে অঘটন ঘটে যেতে পারত, যার থেকে প্রাক্তন দেশরক্ষীকে বাঁচিয়েছেন মৃণাল কিরদাত, এর জন্য বারংবার ধন্যবাদ জানিয়েছেন কর্ণেল।শুধু তাই নয়, প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com