VoiceBharat News IMG 20220405 103335

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার চিত্র প্রকাশ্যে এসে পড়েছে। খাদ্য নেই, বিদ্যুৎ নেই। শ্রীলঙ্কার মানুষজন রাস্তায় নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। পরপর দুই দফায় কার্ফ্যু জারি করেছে শ্রীলঙ্কার প্রশাসন।

VoiceBharat News Sri lanka 1

এমনকি শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, একটু বেচাল বুঝলেই যেকোনও লোককে বিনা বিচারে আটক করতে হবে। এদিন এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার এই চিত্রের কথা উল্লেখ করে ভারত সরকারকেই কটাক্ষ করলেন।

VoiceBharat News IMG 20220405 103531
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্রীলঙ্কার অবস্থা আমরা দেখছি। মানুষের বিদ্রোহ শুরু হয়েছে। আমি কোনওরকম তুলনা টানছিনা। শ্রীলঙ্কা শ্রীলঙ্কা, ইন্ডিয়া ইন্ডিয়া। কিন্তু আমাদের দেশের অবস্থাটা কী? চোদ্দ দিনে ১২বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে। রেল সেল ব্যাঙ্ক সব বেচে দিচ্ছে!”

কালিদাসের প্রবাদ তুলে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, “যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে ওরা। সহযোগিতার বদলে ইডি, সিবিআই পাঠিয়ে বিরোধীদের উত্যক্ত করা হচ্ছে। আমি এখনও মনে করি ভারত সরকারের উচিত সবাইকে ডেকে পরামর্শ করা, কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়।”

VoiceBharat News modi
ইতিমধ্যে শ্রীলঙ্কার দুরবস্থার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদন এসেছে সেই দেশ থেকে। অনেক শরনার্থী ভারতে পালিয়েও আসছেন। ভারতের অর্থনৈতিক অবস্থা অতটা খারাপ না হলেও, পরিস্থিতির বদল না ঘটলে, অর্থাৎ সরকারের বদল না ঘটলে ভারতেরও শ্রীলঙ্কা হতে দেরি নেই! সেই ইঙ্গিতই কি দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com