VoiceBharat News images 2022 05 05T225828.049

ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ মানুষের যাতায়াত। যাত্রীদের স্বচ্ছন্দ বাড়াতে এবং পরিকাঠামো ঢেলে সাজাতে সবসময়ই সচেষ্ট ভারতীয় রেল কর্তৃপক্ষ। সম্প্রতি তেমনই এক ঘোষণা করা হল।

VoiceBharat News ei samay 8


সফরকারীদের জন্য খুশির খবর আনলো ভারতীয় রেল। লখনৌ-দিল্লী আপ ডাউনে শীঘ্রই চালু হচ্ছে ডাবল ডেকার ট্রেন। লখনৌ এবং দিল্লীর বাসিন্দাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলল এবার। এই রুটে ডাবল ডেকার এই প্রথম। সেই খবরই জানিয়েছে ভারতীয় রেল। কোন সময়ে কোন ট্রেনের ক্ষেত্রে মিলবে এই সুবিধা? ট্রেনগুলির সময়সীমাই বা কেমন? জেনে নেওয়া যাক।

VoiceBharat News images 2022 05 05T225223.355
ডাবল ডেকার ট্রেন চালু হতে চলেছে নর্দান রেলওয়ের শাখায়। নোটিশ অনুযায়ী ট্রেন নম্বর 12853 লখনউ-দিল্লি ‘আনন্দ বিহার এক্সপ্রেস এবং 12584 দিল্লি-লখনউ ‘আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনেই ডাবল ডেকার সুবিধা যোগ করা হচ্ছে। অর্থাৎ দিল্লী থেকে লখনৌয়ের আপ ও ডাউন ট্রেনদুটিই ডাবল ডেকার হতে চলেছে।

কেবল তাই নয়। সম্ভাব্য মে মাস থেকেই ট্র্যাকে দৌড়বে এই ডাবল ডেকার ট্রেন৷ ভারতীয় রেলের নর্দান শাখার পক্ষ থেকে পক্ষ থেকে দেওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে– প্রতি সপ্তাহের ৪দিন চালানো হবে এই ডাবল ডেকার ট্রেন।

VoiceBharat News uday 1200 667 620x345 1
মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং রবিবার –সপ্তাহের নির্ধারিত এই ৪ দিন চালানো হবে দিল্লী লখনৌ( আপ-ডাউন ) ডাবল ডেকার ট্রেন। ভোর ৪:৫৫ তে স্টেশন থেকে ছেড়ে দুপুর ১২:৩৫ নাগাদ পৌঁছবে এই ট্রেন। এই পরিষেবা সম্ভাব্য ১০ মে থেকে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এইমূহুর্তে ডাবল ডেকার ট্রেন সার্ভিস শুধু উল্লিখিত ট্রেনের ক্ষেত্রেই চালু করা হচ্ছে। এমনটাই ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com