VoiceBharat News republicday

এই প্রজাতন্ত্র দিবসে নজর কাড়লেন Indo Tibetian Border Poliice (আইটিবিপি)-র ফোর্স। ১৫ হাজার ফুট উচ্চতায় বরফে ঢাকা হিমশীতল বর্ডার এলাকায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন আইটিবিপির জওয়ানরা। দৃঢ় ভঙ্গিতে প্রত্যেক জওয়ান মেলে ধরেছেন দেশের জাতীয় পতাকা, যার সম্মুখে সকল অস্ত্রই নতশির। তেমনই প্রত্যয় মেখে গনগনে আগুনের মতো কন্ঠস্বরে উচ্চারিত হল ‘জয় হিন্দ’ ধ্বনি।

VoiceBharat News 04275016316de575fb746b7744f820dc original


চলতি শীতে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড-কুমায়ুন এবং লাদাখ তিন পার্বত্য অঞ্চলের সীমান্তের যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। এমনিতেই সারাবছর এরকমই ঠান্ডা, তার ওপর শীতকালে তাপমাত্রা প্রবলভাবে নিচের দিকে নেমে গিয়ে সাদা তুষার ছাড়া কোনও নিসর্গই নজরে পড়েনা। এই মূহুর্তে ১৫ হাজার ফিট উচ্চতায় লাদাখে এখন মাইনাস ৪০ ডিগ্রী টেম্পারেচার। উত্তরাখণ্ডের কুমায়ুনে টেম্পারেচার মাইনাস ৩৫! শ্বেতশুভ্র পরিমন্ডলে তুষারশৃঙ্গের হাড় হিম করা উচ্চতা অগ্রাহ্য করেই প্রজাতন্ত্র দিবসে তিরঙ্গা পতাকা উড়িয়ে রঙিন করে দিলেন জওয়ানরা। সংবাদ সংস্থা এএনআই-র ট্যুইটারে শেয়ার করা হয়েছে আইটিবিপির পতাকা উত্তোলনের ভিডিওটি।

পাশাপাশি ১৬ হাজার ফিট উচ্চতায় হিমাচল প্রদেশের সীমান্ত এলাকাতেও বিগত কয়েকদিন ধরে লাগাতার জারি রয়েছে তুষারপাত। এরই মধ্যে তিনরঙা ভারতের পতাকা উড়িয়ে পালিত হল প্রজাতন্ত্র দিবস।

VoiceBharat News republicday
কনকনে ঠান্ডায়, চারিদিক ঝাপসা করে দেওয়া তুষারপাত ও সাদা হাওয়ার মধ্যে আইটিবিপির জওয়ানদের পতাকা উত্তোলনের ভিডিও অনুপ্রাণিত করেছে সমস্ত ভারতীয়দের। জওয়ানদের দৃঢ়তা, ঋজু পদক্ষেপ ও ‘জয় হিন্দ’ ধ্বনিতে বরফেও যেন উত্তাপ মাখছে ভারতের জাতীয় আবেগ। এই ভিডিও মারফত পার্বত্য সীমান্তের সেনানীরা সকল ভারতবাসীকেই উষ্ণ জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়েছেন।

 

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com