murshidabad

প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য ডিএলএড উত্তীর্ণদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো বহরমপুর এলাকায় । মঙ্গলবার বহরমপুর থানার পঞ্চাননতলায় মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে সকলে বিক্ষোভ শুরু করে  এবং তা ঘিরে শুরু হয় তরজা । 
১৬৫০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড উত্তীর্ণরা বঞ্চিত হয়েছে বলে তাদের অভিযোগ ।

তাদের বয়স ৪০ এর মধ্যে হওয়ায় এখন যদি চাকরি না পায় তবে বয়স বেড়ে যাবে এই কারণে দুর্গাপুজোর আগে চাকরি দেবার জন্য তাদের এই বিক্ষোভ বলে জানা গেছে । 
এক ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থী বলেন, ‘‌আমরা ২০১৪ সালে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি । নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার সমস্ত যোগ্যতা আমাদের রয়েছে। তবু কোনও এক অজ্ঞাত কারণে আজও আমরা প্রাথমিক স্কুলে নিয়োগ পাইনি।’‌
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীরা অনুরোধ করে বলেন, ‌’‌দ্রুত আমাদের নিয়োগের অনুমোদন না দিলে আমাদের মধ্যে অনেকের সরকারি চাকরির বয়স আর থাকবে না।তাই আমাদের দাবি , রাজ্য সরকার দুর্গাপুজোর আগে সকল ডিএলএড উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক স্কুলে নিয়োগের ব্যবস্থা করবে।’‌