VoiceBharat News IMG 20220119 150925

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের সমস্ত অধিনায়কত্ব থেকে সরে আসার পরেই এবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর অপসারণের জল্পনা জোরদার হয়েছে।
সাউথ আফ্রিকা সিরিজে হেরে যাওয়ার পরেই অপ্রত্যাশিতভাবে টেস্ট ক্রিকেটেও অধিনায়ক হিসেবে ইস্তফা দিলেন টিম ইন্ডিয়ার অপ্রতিদ্বন্দ্বী ব্যাটসম্যান বিরাট কোহলি। এই সিদ্ধান্তে চমকেছে ক্রিকেট দুনিয়া। পাশাপাশি জল্পনা — এবার বিসিসিআই থেকে সৌরভের সরে যাওয়ার পালা।

VoiceBharat News 1639092948 virat sourav


প্রসঙ্গত, বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর সরব হয়েছেন শচীন তেন্ডুলকর। ট্যুইটার মারফত তিনি লেখেন, “অধিনায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন, বিরাট কোহলি। তুমি সবসময়ই দলের জন্য নিজের ১০০ শতাংশ দিয়েছো, আশা করি আগামী দিনেও সেটাই করবে। তোমাকে অনেক শুভেচ্ছা।”

VoiceBharat News IMG 20220119 150940
শচীন তেন্ডুলকর বর্ণিত ‘সফল অধিনায়ক’ বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পরেই সৌরভ গাঙ্গুলীকে নিয়ে গুঞ্জন উঠেছে, এবার সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকেও সরাবার সিদ্ধান্ত নেবে।

VoiceBharat News IMG 20220119 151109

যদিও বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলীর মেয়াদও এবছরেই শেষ হতে চলেছে। ২০১৯ সালে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। সরে দাঁড়াবার প্রসঙ্গ কি সেকারণেই!

উল্লেখ্য, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মনোনীত হবার আগে সৌরভ গাঙ্গুলী জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন, যে পদের দায়িত্ব পরবর্তীকালে নেন রাহুল দ্রাবিড়। এই দায়িত্ব পদে থাকাকালীনই সৌরভ গাঙ্গুলীর অভিজ্ঞতা এবং পারদর্শিতায় খুশি হয়েই তাঁকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয় বিসিসিআই বোর্ড। এবার মেয়াদ শেষ হওয়ার কারণেই তিনি সরে যাবেন, নাকি বিরাট-প্রতিক্রিয়ার জেরে বোর্ডই সরাতে চাইবে সৌরভকে! সেই দ্বন্দ্বেই রয়েছে ভারতীয় ক্রিকেট মহল।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com