VoiceBharat News 22bovt1g salman

নব্বই দশকের রোম্যান্টিক ইমেজ থেকে হাল্কা চালের কমিক হিরো, বডিবিল্ডার-শ্যোম্যান থেকে হালের ‘বজরঙ্গি ভাইজান’ সবরকম রূপেই দর্শক দেখেছেন তাঁকে; এমনকি ‘রাউডি’ পুলিশ ইন্সপেক্টরের ভূমিকাতেও ধরা দিয়েছেন পর্দায়, তবে মূলত অন্যায়ের দমনকারী রূপে।

VoiceBharat News IMG 20220109 160107

কিন্তু অভিনয় জীবনের শুরু থেকে একটাই পণ করেছিলেন, কখ্খনো খলনায়ক অর্থাৎ ভিলেন রূপে পর্দায় অভিনয় করবেননা। সেই ধনুকভাঙ্গা পণ আজও বজায় রেখে চলেছেন বলিউডের ভাইজান। এর কারণও বলেছেন তিনি, যা শুনলে অনেকেই অবাক হবেন।

আমরা জানি একজন অভিনেতাকে সমস্তরকম চরিত্রে অভিনয় করতে হয়। সলমান খানের সমসাময়িক সিনিয়র হিরো সঞ্জয় দত্ত তো ‘খলনায়ক’ নামেই অ্যান্টিহিরোর ট্রেন্ড তৈরি করেছিলেন বলিউড সিনেমায়। কিন্তু সলমান খান সেই পথের পথিক নন। এক সাক্ষাতকারে সলমান এর কারণ হিসেবে জানান, “আমি দীর্ঘদিন ধরেই অভিনয় করছি। লক্ষ্য করেছি যুবসম্প্রদায় সেই কাজটাই করে যেটা পর্দায় তাদের পছন্দের হিরোরা করে থাকেন। তাই পরোক্ষভাবে হলেও নায়কদের ওপর একটা দায়িত্ব বর্তায়।সেকারনেই আমার সিদ্ধান্ত — আমি কোনওদিন ভিলেনের ভূমিকায় অভিনয় করবনা। কখনও কোনোরকম খারাপ কাজ করতে উৎসাহিত করবনা।”

VoiceBharat News salman khan 170121 01
ঠিক এই কারণেই ‘ধূম-৪’ সিনেমার অফার পর্যন্ত ফিরিয়ে দেন সলমান খান! যদিও বাস্তবজীবনে একাধিক ঝামেলায় জড়িয়েছেন ‘গুডবয়’ নায়ক।

VoiceBharat News images 2022 01 09T155829.564

নিষিদ্ধ হরিণ শিকার থেকে নেশাগ্রস্ত অবস্থায় ফুটপাতে গাড়ি তুলে দেওয়া, এমনকি ইপ্সিত পছন্দের নায়িকার শ্যুটিং স্পটে চড়াও হয়ে ঝামেলা করতে দেখা গিয়েছে তাঁকে। সেসবই পর্দার বাইরে।

এমন এক ব্যক্তিত্ব পর্দায় ভিলেন হতে চাননি, মেলাতে গেলে একটু আশ্চর্য হতে হয় বৈকি!

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com