VoiceBharat News IMG 20220112 140606

স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তী আজ। প্রতি বছরই তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে জয়ন্তী উৎসব পালিত হয়। এবছরও হয়েছে। তবে করোনা বিধির কারণে এবার ভক্তরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেননা। তাঁরা যাতে বাইরে থেকে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন সে বন্দোবস্ত করা হয়েছে।

VoiceBharat News cdede 236afb9073 long


আজ স্বামীজির জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দলের নেতাদের যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসতে পারেন বলে খবরসূত্রে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বাধীনতার অমৃত মহোৎসবের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের সাথে যৌথভাবে স্বামী বিবেকানন্দের জয়ন্তী উৎসব উপলক্ষেও অনুষ্ঠান পালনের কথা রয়েছে।

এদিন ট্যুইট করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন , “আমি মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই। তাঁর জীবন ছিল জাতীয় পুনর্গঠনের উদ্দেশ্যে নিবেদিত। তিনি অনেক তরুণকে দেশ গঠনে কাজ করতে অনুপ্রাণিত করেছেন। আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ করতে আসুন আমরা একসাথে কাজ করে যাই।”

VoiceBharat News IMG 20220112 132018
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করে বলেছেন, “আমি স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে প্রণাম জানাই। আমরা সারা বিশ্বে ভারতের প্রাচীন জ্ঞান ও গৌরবময় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য তাঁর অনুকরণীয় অবদানের কথা স্মরণ করি। তিনি সত্যিই একজন বিশ্ববন্দিত যুব-আইকন ছিলেন। এক নতুন ভারত গড়ার উপর তাঁর জোর আমাদের যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস।”

VoiceBharat News IMG 20220112 132036
ফেসবুকের দেয়ালে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘যুবদিবসে’ স্বামীজির ছবি শেয়ার করে বলেছেন, “স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে শ্রদ্ধেয় গুরুকে শত কোটি প্রণাম।”

VoiceBharat News IMG 20220112 140434

এর সাথে বিবেকানন্দেরই একটি বাণী উদ্ধৃত করেছেন কঙ্গনা। “আমি গর্বিত আমি এমন এক ধর্মের প্রতিনিধি, যে ধর্ম গোটা বিশ্বকে সহনশীলতা ও সার্বভৌমিক স্বীকৃতির পাঠ শিখিয়েছে। শুধু তাই নয়, আমরা বিশ্বের সকল ধর্মকেই সত্য বলে স্বীকার করি।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com