VoiceBharat News IMG 20220430 175316

সম্প্রতি হিন্দি বনাম দক্ষিণী ভাষার শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক চরমে ওঠে। হিন্দিকে রাষ্ট্রভাষা উল্লেখ করে তার পক্ষে যুক্তি তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্যের বিরোধিতা করেন সংগীত পরিচালক এ আর রহমান। সেই বিতর্ক এবার বলিউড বনাম দক্ষিণী সিনেমার জগতেও দেখা দিল। সিনেমাকে উপলক্ষ্য করে ভাষাগত সেই বিতর্কই আরো একবার উস্কে দিয়েছেন ‘মক্ষী’ ছবির জনপ্রিয় নায়ক কিচ্চা সুদীপ।

VoiceBharat News images 2022 04 30T175546.210


সদ্য মুক্তিপ্রাপ্ত কেজিএফ-২ ছবির ঢালাও প্রশংসা করতে গিয়ে কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ বলেন,”সকলেই বলছেন কন্নড় ইন্ডাস্ট্রিতে একটি দুর্দান্ত ছবি হয়েছে। এখানে আমি একটু সংশোধন করে দিতে চাই, হিন্দি কিন্তু রাষ্ট্রভাষা নয়। আর তাছাড়া বলিউডও আজকাল সর্বভারতীয় সিনেমা বানাচ্ছে। সাফল্য পাওয়ার জন্য তেলেগু, তামিলে ছবির ডাবিংও করাচ্ছে। কিন্তু তবুও লাভ হচ্ছেনা। আজ আমরা যেসব ছবি বানাচ্ছি সেগুলো গোটা বিশ্বের দর্শক দেখছে।”

দক্ষিণী নায়ক কিচ্চা সুদিপের এই মন্তব্য যে বলিউড গায়ে মেখে জ্বলছে সেটা বলাই বাহুল্য। তবে ভাষাগত প্রশ্ন সেই বিদ্বেষ আরো বাড়িয়ে তুলল। হিন্দি ভাষা সম্পর্কে এই বক্তব্যের তীব্র প্রতিবাদে মুখ খুলেছেন বলিউড নায়ক অজয় দেবগন।

VoiceBharat News ei samay 1
অজয় দেবগন সুদীপের এই বক্তব্যের জবাবে ট্যুইট করে বলেছেন, “ভাই, হিন্দি যদি রাষ্ট্রভাষা না হয়, তাহলে তুমি কেন তোমার মাতৃভাষায় বানানো ছবিগুলো হিন্দিতে ডাব করো? হিন্দি আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা। চিরকাল তাই থাকবে। জন গণ মন।”

প্রসঙ্গত, দেশের জনসাধারণের মোট জনসাধারণের একটা বড় অংশ হিন্দিভাষায় ভাব বিনিময় করতে সক্ষম হলেও মূলত সংবিধানের ৩৪৩ নম্বর ধারা অনুযায়ী দেবনাগরী হরফের হিন্দি ভাষাকে ‘সরকারি কাজের ভাষা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।হিন্দিকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার দাবি অনেকেরই রয়েছে ।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com