VoiceBharat News 360957 sukanta

রবিবার বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের করোনা ধরা পড়েছে। হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন। সুকান্ত মজুমদারের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন তিনি। মূহুর্তে রাজনৈতিক দূরত্ব মুছে যায়। জেগে ওঠে সৌজন্যবোধ। সূত্র মারফত খবর, বহুক্ষণ কথা বলেছেন দুজনেই। মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্তকে বারবার আশ্বাস দেন, ‘চিন্তা নেই, ভালো হয়ে উঠবেন। আর কিছু দরকার হলে নিঃসঙ্কোচে জানাবেন।”

VoiceBharat News Sukanta Mamata 630x420 1


শুক্রবার থেকেই সর্দিকাশি মৃদু জ্বরের প্রবণতা দেখা গিয়েছিল। শনিবার জ্বর বাড়ে। রবিবার সন্ধ্যায় প্রাথমিক পরীক্ষায় সুকান্ত মজুমদারের রিপোর্ট পজিটিভ আসে। এখন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন তিনি। ডাক্তারি রিপোর্ট অনুযায়ী, কোমর্বিডিটি নেই। আর সেই সন্ধাতেই মুখ্যমন্ত্রীর ফোন আসে।

VoiceBharat News Sukanta 1
এই সময়ে রাজনীতির সাথে যুক্ত অনেকেরই করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পল, সুজিত বসু,অরূপ বিশ্বাস। এবার সেই তালিকায় যুক্ত হল সুকান্ত মজুমদারের নাম। এরই মধ্যে অভিনব এক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড আক্রান্ত রাজনীতিক ও সাংবাদিকদের ফলভর্তি ঝুড়ি পাঠাচ্ছেন। পেয়ে অভিভূত সকলেই। আরো অভিভূত স্বয়ং বিজেপি রাজ্যসভাপতি। মমতা ফোন করে জানতে চাইছেন, “সুকান্ত বাবু এখন কেমন আছেন!”

VoiceBharat News Sukanta Majumdar BJP Twitter Profile
এই সৌজন্যের চিত্র অতীতেও দেখা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর অসুস্থতার সময়ে। সশরীরে উপস্থিত হয়ে বাম নেতার শারীরিক সুস্থতার জন্য উদ্যোগ নিতে দেখা গিয়েছিল মমতাকে। আজ প্রতিপক্ষ সুকান্ত মজুমদারের অসুস্থতার সময়ও সেই সৌজন্যের ধারা অক্ষুণ্ণ রাখলেন “বাংলার নিজের মেয়ে’ মমতা। আরো একবার প্রমাণিত হল, বাংলার রাজনৈতিক মঞ্চে সৌজন্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত প্রকাশে মমতা বন্দ্যোপাধ্যায় সবার চেয়ে এগিয়ে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com