VoiceBharat News IMG 20220517 203940

‘স্ত্রী ভালো করে শাড়ি পড়তে পারেনা’, সুইসাইড নোটের এই বয়ান কোনদিকে ইঙ্গিত করছে! অবিশ্বাস্য হলেও সম্প্রতি এক মৃত ব্যক্তির লেখা চিঠিতে সেই বক্তব্যই পাওয়া গিয়েছে।

রোজকার ব্যস্ত জীবনযাত্রায় সমস্যা হাজারোতর। সকলেই যে সব সমস্যার সঠিকভাবে মোকাবিলা করতে পারেননা সেটা ঠিকই। অনেকে বিভিন্ন বিপর্যয়ে হার মেনে আত্মহননের পথও বেছে নেন। এই আত্মহত্যার পেছনে সামাজিক ও মনস্তাত্ত্বিক জটিল কারণ রয়েছে, তবে স্ত্রী শাড়ি পরতে পাড়েনা বলে স্বামীর আত্মহত্যা! না এমন কথা হয়তো সচরাচর শোনেননি কেউ।

এমন অবাক করা ঘটনাই সম্প্রতি ঘটল মহারাষ্ট্রের মুকুন্দনগরে। আরো আশ্চর্য হলো, যিনি আত্মহত্যা করেছেন তাঁর নামই সমাধান। সমাধান সাওলে। আর এই আত্মহত্যা সম্পর্কে একটি অদ্ভুত বয়ান লিখে গিয়েছেন সমাধান।

VoiceBharat News police cross


মাত্র ৬ মাসের দাম্পত্যজীবন। তার মধ্যেই স্বামীকে আত্মহত্যার রাস্তা বেছে নিতে হয়। তবে এই আত্মহত্যার হিসেবে তাঁর চিঠিতে যা বলা হয়েছে সেটাই ধন্দে ফেলে দেওয়ার মতো।

সমাধান সাওলের সুইসাইড নোটের বয়ান অনুযায়ী, ‘আমার স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারে না। হাঁটে না ঠিক করে। আমার সঙ্গে ঠিক মতো কথাও বলে না।’
এমনই লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশি তদন্তে আরো প্রকাশ, মৃত ব্যক্তি সমাধানের স্ত্রী বয়সে তাঁর চাইতে ৬ বছরের বড় ছিলেন। স্ত্রীর সঙ্গে তাঁর যে স্বাভাবিক সম্পর্ক ছিলনা সুইসাইড নোট সেদিকেই ইঙ্গিত করছে। তবে ‘স্ত্রী শাড়ি পড়তে পারেনা’ এই ক্ষোভের ফলে আত্মহননের পথ বেছে নেওয়া কতটা যুক্তিযুক্ত, সেসম্পর্কে সন্দেহের অবকাশ থেকে যায়। আত্মহত্যার পিছনে অন্য কোনও গোপন কারণ ছিল কিনা সেটাই তদন্ত করে বের করার চেষ্টা করছে পুলিশ।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com