VoiceBharat News IMG 20220209 094203

আমজনতা যখন একটু সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজে দিন গুজরান করছেন, তখন আমাদের দেশের ভারতীয় সৈনিকরা অতন্দ্র প্রহরীর মতো জেগে রয়েছেন সীমান্তে। কখনো বা শত্রুপক্ষের বুলেটের সামনে বুক পেতে সম্মুখ সমরে এগিয়ে যাচ্ছেন বিনা দ্বিধায়। গালওয়ানের যুদ্ধ ছিল তেমনই এক ঘটনা, যেখানে চিনা শত্রুর গুলিতে শহীদ হয়েছিলেন ভারতীয় জওয়ান দীপক সিং। এবার তাঁর স্ত্রী এমন একটি সিদ্ধান্ত নিলেন যা অভাবনীয়।

VoiceBharat News images 2022 02 09T095738.413


গালওয়ান উপত্যকায় চিনা সৈনিকদের সাথে ব্যাপক  গুলিযুদ্ধে কয়েকজন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। তবে শত্রুকে পরাজিত করেই মৃত্যুবরণ করেছিলেন তাঁরা।  ৪০ জন চিনা সৈন্যকে খতম করে বীরের মৃত্যুবরণ করেছিলেন ২০ জন ভারতীয় জওয়ান, তাঁদের মধ্যেই একজন দীপক সিং।  বিহার রেজিমেন্টের ১৬ নম্বর ব্যাটেলিয়নে চিকিৎসা সহকারী ছিলেন দীপক। সরাসরি লড়াইয়ে না নামলেও, জীবন বাজি রেখে প্রায় ৩০ জন সেনার প্রাণ বাঁচিয়ে নিজে শত্রুপক্ষের গুলিতে শহীদ হন। এই বীর জওয়ানের স্ত্রী রেখা সম্প্রতি আলোচনায় উঠে এলেন এক চমকপ্রদ সিদ্ধান্তের কারণে, একইসঙ্গে তাঁর সিদ্ধান্ত সকল দেশবাসীকে অনুপ্রাণিত করবে।

VoiceBharat News IMG 20220209 094140

বিয়ের মাত্র ৪ মাসের মাথাতেই স্বামীকে হারিয়েছেন রেখা। চোখের জল তাঁর আগুন হয়ে ঝরেছে। তাই পণ করেছেন তিনিও সেনাবাহিনীতে নাম লেখাবেন। ২৩ বছর বয়স, ইতিমধ্যেই অফিসার্স ট্রেনিং একাডেমির পরীক্ষায় সফলতা অর্জন করেছেন রেখা। এরপর নির্দিষ্ট সিলেকশন বোর্ডও তাঁর পাঁচদিনের পরীক্ষা নেয়। তাতে নির্বাচিত হয়েছেন শহীদের স্ত্রী রেখা। সামনে ৯ মাসের কঠোর ট্রেনিং শুরু হতে চলেছে। তারপরেই লেফটেন্যান্ট হিসেবে উত্তীর্ণ হয়ে সেনাবাহিনীতে যোগ দেবেন তিনি।

VoiceBharat News IMG 20220209 094203 1

শহীদ দীপক সিংয়ের স্ত্রী রেখার এমন দৃঢ় প্রত্যয় আর কঠিন মনের জোর দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছেন সকলেই! স্বামী হারিয়ে চোখের রেখার চোখের জল নয়, যেন খেলা করছে প্রতিশোধের জ্বালানি! দেশের হন্তারক শত্রুদের চিহ্নিত করেই ছাড়বেন রেখা।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com