VoiceBharat News IMG 20220425 160031

বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে রূপা গাঙ্গুলীর  কার্যকালীন মেয়াদ সদ্য শেষ হয়েছে। তার ঠিক আগেই সংবাদমাধ্যমে তিনি রাজ্য বিজেপির একাধিক নেতা সম্পর্কে নিজের মনোভাব খোলামনে ব্যক্ত করেছেন। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সকলেই সেই তালিকায় রয়েছেন। কী বললেন অভিনেত্রী সাংসদ?

VoiceBharat News images 2022 04 25T155816.050


রাজ্যসভার সাংসদ থাকাকালীন একদিকে যেমন দলের হয়ে বিভিন্ন ইস্যুতে সামনের সারিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন, তেমনই একাধিকবার তাঁকে দলেরই বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। তাই এইসময়ে তাঁর অকপট স্বীকারোক্তির একটা আলাদা মূল্য রয়েছে বলেই মনে করা হচ্ছে।

VoiceBharat News images 2022 04 25T155847.960
রূপা গাঙ্গুলীর মতে দিলীপ ঘোষ যখন বিজেপির রাজ্যসভাপতি হন তার কয়েকবছরের মধ্যেই তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল। রূপা এর বিরোধিতা করেন। কাউকে কোনো দায়িত্ব দিলে সেটা পূরণের জন্য বেশকিছুটা সময়ও দেওয়া উচিত, এমনটাই মনে করতেন এবং দলকে সেটা বলেওছিলেন। সুকান্ত মজুমদার সদ্যনিযুক্ত রাজ্যসভাপতি। তাঁর সম্পর্কেও রূপার একই বক্তব্য,  “আমার বিশ্বাস সুকান্ত মজুমদারও পারবেন।” তবে সবচাইতে আশ্চর্য মন্তব্যটি তিনি করেছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে।

VoiceBharat News 373416 roopasuvendu
শুভেন্দু অধিকারী সম্পর্কে রূপা গাঙ্গুলী সপাটে বলে ফেলেন, “আমি ওনাকে ঠিক চিনিনা। তবে খুব বড় নেতা মনে হয়।” রূপা গাঙ্গুলীর এই মন্তব্য নিপাট মনে হলেও ভিতরের কর্কশ ভাবটা লুকোনো মুশ্কিল। তবে  পরক্ষণেই সেটা সামলে নিয়ে রূপা বলেন , “আমার সাথে সবসময় ভালো ব্যবহার করেছেন।” সুতরাং শুভেন্দু সম্পর্কে রূপা গাঙ্গুলীর যে খুব স্বচ্ছ ইমেজের ছবি নেই সেটা তাঁর বক্তব্যের ধরণে স্পষ্ট।

VoiceBharat News images 2022 04 25T155834.428
পাশাপাশি অনুপম হাজরাকে বিজেপি দল কাজ করতে দেয়নি বলেই মনোভাব প্রকাশ করেছেন রূপা গাঙ্গুলী। আর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে চলে যাওয়ার দুঃখ! ভোলার নয়।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com