VoiceBharat News IMG 20220108 194251

কনকনে হিমঝরানো হাওয়া বইছে। সাদা তুষারে ঢেকে যাচ্ছে চারিদিক। তারই মধ্যে কড়া পাহারায় ঠায় দাঁড়িয়ে সীমান্তের ভারতীয় সেনারক্ষীরা। সম্প্রতি ট্যুইটেরে ২টি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ল। এই ভিডিও দেখলে প্রত্যেকেই শ্রদ্ধায় হতবাক হয়ে যাবেন।

VoiceBharat News IMG 20220108 194350

আসলে, ২০২০ সাল থেকেই হিমালয়ের উচ্চতর এলাকায়, বিশেষ করে ‘লাইন অফ কন্ট্রোলে’ চিনা সৈন্যদের উপস্থিতি বেড়েছে। ভারতীয় সেনারা সেকারনেই বেশি সতর্ক। তারই ঝলক দেখা গেল ট্যুইটারের দুটি ভিডিওর চলমান দৃশ্যে।

দেশপ্রেমের এ যেন এক প্রত্যক্ষ নজির। শীতের আমেজ যখন প্রকৃতিতে এসে পড়েছে, কোভিডের ভয় সত্ত্বেও বিধি মেনে একটু আধটু উষ্ণ আনন্দে মেতে উঠছেন মানুষজন, তখন দুরন্ত ঠান্ডা উপেক্ষা করে সীমান্তে দাঁড়িয়ে ভারতীয় সেনা জওয়ানরা। উধামপুর থেকে প্রতিরক্ষা মন্ত্রকের একটি অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের ভিডিওতে এমনই এক দৃঢ়চেতা জওয়ানকে দেখা গেল।

তুষার ঝড় বইছে; তারই মধ্যে বন্দুক হাতে অনমনীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে ভারতের দেশরক্ষী। ক্যাপশনে কবিতার ছন্দে লেখা হয়েছে, যা হয়তো প্রতিটি ভারতবাসীদের উদ্দেশ্যে সৈনিকদেরই বার্তা –“কোনও মিথ্যা আমাদের লক্ষ্যভ্রষ্ট করতে পারবেনা। প্রত্যেকের একটাই লক্ষ্য। লক্ষ্যপূরণের জন্য দরকার হলে প্রাণ দিতেও প্রস্তুত। নইলে স্বাধীনতার পতন হলে কে রুখে দাঁড়াবে?”

আরো একটি ভিডিও, যেখানে তুষারাবৃত পার্বত্য উপত্যকায় সার দিয়ে হেঁটে চলেছেন জওয়ানরা। মাইনাস টেম্পারেচারের কনকনে ঠান্ডায়, যেখানে জমে যায় সবকিছু, গাছেদের অঙ্গগুলো পর্যন্ত সাদায় সাদায় মাখামাখি , ভারতের সীমান্তরক্ষীরা তবু দৃঢ় প্রত্যয়ে অবিচল লক্ষে হেঁটে চলেছেন। এই ভিডিওর ক্যাপশনে আমাদের প্রতিই জিজ্ঞাসা “আপনি যখন ভোরবেলা পার্কে হাঁটতে বের হন, সেই দৃশ্যের সাথে একবার এই দৃশ্যটা তুলনা করে দেখুন!”

দেশবাসী এইমূহুর্তে ভাইরাসের ভয়ে দিন কাটাচ্ছেন। একেবারে মৃত্যুর মুখোমুখি প্রাণ হাতে করে দাঁড়িয়ে থাকা এই সৈনিকদের দেখে সকলকে অনুপ্রাণিত হতেই হবে।

 

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com