VoiceBharat News IMG 20220424 183447

‘সীমান্তের ওপার থেকে আক্রমণ করা হলে কাঁটাতার টপকাতেও দ্বিধা করবেনা ভারত’, শনিবার একটি আনুষ্ঠানিক বক্তৃতায় একথা উচ্চস্বরে তুলে ধরলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে আসামকেন্দ্রিক যেসকল ভারতীয় নাগরিকরা অংশ নিয়েছিলেন, সেইসব বরিষ্ঠ নাগরিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ও ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী।

VoiceBharat News rajnath singh3 1604560982

সীমান্তের কাঁটাতার দূরত্বে থেকেও সৌজন্য রক্ষা করে, তেমনই প্রয়োজনে সীমানা লঙ্ঘন করেও ছুটে আসে চোরাগোপ্তে আক্রমণ। এক্ষেত্রে যেমন প্রতিবেশী দেশের দায় থেকে যায়, তেমনই সীমান্তে নাশকতা ছড়াতে সচেষ্ট হয় জঙ্গিরা। এই প্রসঙ্গেই রাজনাথ সিং ভারতের অনমনীয় দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন। আক্রান্ত হলে কাঁটাতারও গ্রাহ্য করবেনা ভারত। এদিন তাঁর কন্ঠে সেই সুরই শোনা যায়।

সন্ত্রাসবাদ দমনে বদ্ধপরিকর ভারতের সামরিক পদক্ষেপের উল্লেখ করে তিনি বলেন, “সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে মোকাবিলা করার বার্তা দিতে সফল হয়েছে ভারত। যদি সীমানার বাইরে থেকেও ভারতকে টার্গেট করা হয়, তবে আমরাও সীমান্ত অতিক্রম করতে দ্বিধা করবনা।”
পাকিস্তান এবং চিন, মূলত এই দুই সীমান্তই ভারতের মাথাব্যথার কারণ।তবে অতীতে চিনের সাথে সরাসরি ভারতীয় সেনা-সংঘর্ষের তুলনা দিয়ে রাজনাথ সিং বলেন, “আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের কোনও শক্তি যদি ভারতের মাথা নত করতে চায়, ভারত তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।”

VoiceBharat News Rajnath Singh gun PTI
সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিরোধীদের কটাক্ষ নস্যাত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য, এই ধরনের বিরূপ সমালোচনা দেশের জনগণের পক্ষে নিরাশাজনক ও সার্বিক স্বার্থের পরিপন্থী। তিনি আরো উল্লেখ করেন ভারত মায়ের শির উন্নত রাখতে যেকোনও ঝুঁকি নিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com