VoiceBharat News IMG 20220312 210646

পাকিস্তানের মাটিতে আচমকাই আছড়ে পড়ল ভারতীয় মিসাইল। ভারত এই ঘটনাকে ভুলবশত দুর্ঘটনা বলে ব্যাখ্যা দিলেও শুনতে নারাজ ইসলামাবাদ। জরুরি ভিত্তিতে ভারতের রাষ্ট্রদূতকে ফরমান পাঠিয়ে কৈফিয়ৎ চাওয়া হয়।

VoiceBharat News akash missile new


৯-ই মার্চ পাকিস্তানের মিঞা চান্নু অঞ্চলে ভারতের আকাশপথ থেকে ধেয়ে আসে একটি ‘রহস্যজনক উড়ন্ত বস্তু।’ পাকিস্তান সেনাবাহিনীর ডিজি মেজর জেনারেল বাবর ইফতিকারের মতে , এটি ভারতের দিক থেকে ছোঁড়া একটি মিসাইল। এই মিসাইল আছড়ে পড়ার কারণে এলাকার বেশকিছু বাড়িঘর নষ্ট হয়েছে বলে জোরালো দাবি করেছেন তিনি।

VoiceBharat News India Pakistan Relations
ভারতের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে রাষ্ট্রদূত বলেছেন, “ভুলবশত এই ঘটনা ঘটে যাওয়ায় ভারত সরকার চিন্তিত। এর কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটাই স্বস্তির বিষয় যে, ঘটনায় কেউ হতাহত হননি।”

জম্মু কাশ্মীর নিয়ে এবং আইএসআইয়ের সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণবশত ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এমনিতেই চূড়ান্ত অবনতির শিকার। তারই মধ্যে ভারতের তরফ থেকে অনিচ্ছাকৃত এই দুর্ঘটনা মানে আগুনে ঘি পড়ারই সমান।

 

VoiceBharat News pro 5

উল্লেখ্য, পাকিস্তানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী খানেওয়াল জেলার মিঞা চান্নু অঞ্চলে আছড়ে পড়ে মিসাইলটি। এই উড়ন্ত বস্তু বা মিসাইলটির গতিবেগ শব্দের চেয়েও দ্রুত বলে অনুমান করা হয়েছে। যদিও কীভাবে তা নির্ধারিত হলো সেই তথ্য স্পষ্ট নয়। এর মধ্যে বিস্ফোরক না থাকায় হতাহত হননি কেউ। তবে কীকরে এই অপ্রত্যাশিত ভুলটি ঘটল তা খতিয়ে দেখতে সত্বর তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

VoiceBharat News images 2022 03 12T204539.797

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com