VoiceBharat News IMG 20220213 152914

বিশ্বের সবচেয়ে বড় এবং দীর্ঘতম উচ্চতাসম্পন্ন হাইওয়ে টানেল হিসেবে ‘ওয়র্ল্ড রেকর্ড বুকে’ স্বীকৃতি আদায় করে নিল ভারতে নির্মিত অটল টানেল। ২০২০ সালের অক্টোবর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে এর ভিত্তি উৎসর্গ করেছিলেন। এবার এই টানেল অর্থাৎ সুড়ঙ্গ সড়কটি নির্মিতপ্রায় এবং অত্যাধুনিক টানেল হিসেবে বিশ্বরেকর্ড সৃষ্টি করে দেশের গৌরব বৃদ্ধি করল।

VoiceBharat News Atal Tunnel


রোটাং পাসে নির্মিত এই ‘অটল টানেল’ ৯.০২ কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় নির্মিত। সুদীর্ঘ এই সুড়ঙ্গ সড়ক তৈরি করেছে ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’। ভারতের এই অত্যাধুনিক টানেলটি নির্মাণের জন্য এই সংস্থাও বিশ্বের সবচাইতে দীর্ঘ ও উচ্চতম টানেল তৈরির সার্টিফিকেট পেয়েছে। উল্লেখ্য, উচ্চতা ও দৈর্ঘ্যে সেরা তো বটেই, তাছাড়া সারা বিশ্বের নজর টেনেছে এই টানেলে উন্নত প্রযুক্তির ব্যবহার। হিমালয়ের বুকে নির্মিত এই টানেল মানালির লাহৌল ও স্পিতি উপত্যকার সাথে সংযুক্ত। এর ফলে মানালি-লেহ সফরে ৪ ঘন্টা সময় বেঁচে যাবে, কমে যাবে ৪৬ কিলোমিটারের দূরত্ব। শুধু তাই নয় এই টানেলটির মাধ্যমে যাত্রাপথ হয়ে উঠবে অনেক বেশি সুরক্ষিত।

VoiceBharat News IMG 20220213 133856

টিউব টানেলের মাধ্যমে এই রাস্তা তৈরি হলেও দীর্ঘ এই পথে সেনাবাহিনীর চলাচল বাড়তি সুরক্ষা প্রদান করবে যাত্রীদের। তাছাড়াও আগুন থেকে সুরক্ষার জন্য জলের পাইপলাইন, প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রা বজায় রাখতে ব্যবহৃত হচ্ছে উন্নত প্রযুক্তি, ২৫০ মিটার অন্তর বসানো থাকছে সিসিটিভি ক্যামেরা। আরো আশ্চর্যের খবর — এটিই সারাবিশ্বে নির্মিত প্রথম টানেল যেখানে ‘৪-জি’ ইন্টারনেটের সুবিধা পাবেন যাত্রীরা।
‘অটল টানেল’, এই মূহুর্তে বিশ্বরেকর্ড সৃষ্টিকারী এই বিরাট প্রকল্পটির নির্মাণে সর্বমোট খরচ হয়েছে ৩২০০ কোটি টাকা, যা ভারতকে বিশ্বসেরার শিরোপা এনে দিয়েছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com