VoiceBharat News images 2022 02 13T193226.245

গত বুধবার কেরলের একটি পর্বতাঞ্চল থেকে এক যুবককে অসীম সাহসিকতায় উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী। পাহাড়ের বিপদসঙ্কুল এক খাঁজে আটকে পড়েছিলেন এক যুবক। তাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা যাবে কীকরে, সেই চিন্তায় রীতিমতো চিন্তিত ছিল পালাক্কাড় পার্বত্য প্রদেশ। অবশেষে ভারতীয় সেনাবাহিনী অসম সাহসী এক অভিযানে ওই যুবকটিকে উদ্ধার করতে সক্ষম হয়। সংবাদ সংস্থা এএনআই ট্যুইটার হ্যান্ডেলে এই ঝুঁকিপূর্ণ অভিযানের রোমাঞ্চকর ভিডিওটি প্রকাশ করেছে।

VoiceBharat News IMG 20220213 193345
ছবি সৌজন্য :- এএনআই

খবরসূত্র অনুযায়ী, ৩ বন্ধু মিলে কেরলের মালামপুঝার চেরাদ নামক এক পাহাড়ে ট্রেকিং করতে উঠেছিল। তাদের মধ্যে ২ জন যুবক একটা সীমার উচ্চতা পেরিয়ে ওঠার পর আর না উঠতে পেরে মাঝপথেই চেষ্টা ছেড়ে দেন। কিন্তু ১জন জেদ ধরে চড়াইয়ে উঠতে থাকেন। দুর্ঘটনাটা তখনই ঘটে যায়। পাথরে পা ফস্কে যায় যুবকটির। ভাগ্যক্রমে নিচে খাদের নিচে না পড়ে তিনি একটি পাথরের খাঁজে আটকে যান। কিন্তু সেই খাঁজ থেকে ওই যুবককে বের করে আনা ছিল প্রায় অসাধ্য একটি কাজ। যেটি করে দেখালেন ভারতীয় সেনাবাহিনীর পর্বতারোহীরা।

জীবন-মৃত্যুর মাঝামাঝি পাহাড়ের খাঁজে আটকে থাকা এই যুবকটির নাম আর. বাবু। সোমবার থেকে পর পর তিনদিন তিনি এখানে আটকে ছিলেন।অন্য উপায়ান্তর না দেখে ভারতীয় সেনাবাহিনীর স্থানীয় শাখার সাহায্য চাওয়া হয়। অবশেষে বুধবার ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ও পর্বতারোহী শাখার সহায়তায় যুবক বাবুকে উদ্ধার করা হয়। এক ব্যক্তির প্রাণ বাঁচাতে এই দুর্গম অভিযানে ভারতীয় সেনাবাহিনী অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com