VoiceBharat News IMG 20220310 170658

সৈনিকদের জন্য সুবার্তা বয়ে আনলো কেন্দ্রীয় সরকারের অনুমোদিত বিশেষ পেনশন যোজনা। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য বিপুল টাকা বরাদ্দ করেছে।

মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদিত বিশেষ একটি যোজনা –যা স্বতন্ত্র সৈনিক সম্মান যোজনা (SSSY) নামে অভিহিত। এই প্রকল্পের মাধ্যমে দেশের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে বিশেষ সুযোগসুবিধা ও পেনশনের বন্দোবস্ত করা হয়েছে। এবার এই প্রকল্পেরই সময়সীমা বাড়িয়ে দেশের সৈনিকদের বিশেষ উপহার দিল কেন্দ্রীয় সরকার।

VoiceBharat News IMG 20220310 162452


হোলির প্রাকমূহুর্তে দেশের সৈনিকদের জন্য বিশেষ সুখবর বয়ে আনলো কেন্দ্রীয় সরকারের ঘোষণা। এই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় প্রকল্প ‘স্বতন্ত্র সৈনিক সম্মান যোজনা’-র মেয়াদ বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছে। এখানেই শেষ নয়। রয়েছে আরো বড় খবর।

VoiceBharat News IMG 20220310 162513
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় প্রকল্প ‘স্বতন্ত্র সৈনিক সম্মান যোজনা’-র মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন। এর সাথে যুক্ত করা হয়েছে মহার্ঘ্য ভাতা। এই প্রকল্পে দেশের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের পরিবার অথবা নির্ভরযোগ্য নমিনি আর্থিক সুবিধা সহ নানা পরিষেবা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই ২৩,৫৬৬ জন এই প্রকল্পের সুযোগসুবিধা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের খাতে ৩,২৭৪.৮৭ কোটি টাকা বরাদ্দ করেছে। এই খবরে সংগ্রামী যোদ্ধাদের উপভোক্তা পরিবার স্বাভাবিকভাবেই আনন্দিত।

VoiceBharat News modiarmy2710
ভারতের জন্য বহু মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন। শহীদের পরিবারগুলির ভরণপোষনের কী ব্যবস্থা হবে? এব চিন্তায় ভাবিত হয়েছিল কেন্দ্রীয় সরকার। তাই নির্ধারিত হলো বিশেষ স্বাধীনতা সৈনিক পুরস্কার। সেনাদের পরিবার তো বটেই, হোলি উৎসবের আগে স্বরাষ্ট্রমন্ত্রক এই বিশেষ সুবিধার জন্য সাধুবাদ জানিয়েছে।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com