VoiceBharat News KS Eshwarappa Flag EPS PTI

কর্ণাটকের মন্ত্রীর আচমকা এক মন্তব্য বিজেপির চরম অস্বস্তির মুখে ঠেলে দিয়েছে যার ফলে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও নড়েচড়ে বসেছেন।
এক বক্তৃতা সভায় বক্তব্য রাখতে গিয়ে কর্ণাটকের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা বলেন, “গেরুয়া পতাকাই একদিন দেশের জাতীয় পতাকা হবে। লাল কেল্লায় উড়বে সেই পতাকা!”

VoiceBharat News images 2022 02 23T163309.123


ঈশ্বরাপ্পার এই বক্তব্যের তীব্র বিরোধিতায় নামে কংগ্রেস। অন্যান্য বিরোধী দলগুলির সাথে সমবেত হয়ে বিধানসভা চত্বরে সারারাতব্যাপী বিক্ষোভ দেখানো হয়। অশান্তিজনক অবস্থার মধ্যে পড়ে আগামী ৪ মার্চ পর্যন্ত বিধানসভা মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। প্রতিবাদের ফলে স্বাভাবিক ভাবেই হস্তক্ষেপ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, “আমি ঈশ্বরাপ্পাকে ডেকে পাঠিয়েছিলাম। গেরুয়া পতাকা নিয়ে তাঁর মন্তব্যে আপত্তি জানিয়েছি।”

VoiceBharat News IMG 20220223 142626
এই প্রসঙ্গে ঈশ্বরাপ্পা পরে বলেছেন, সভাপতি জে পি নাড্ডার কথাই শেষ কথা। অতএব নাড্ডার বক্তব্যের পরিপ্রেক্ষিত মেনে নিলেও নিজের বক্তব্য প্রসঙ্গে অনড় তিনি। এদিকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন , “মন্ত্রীর বক্তব্য অত্যন্ত ভুল ও অপমানজনক।”

পাশাপাশি ঈশ্বরাপ্পার পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস সহ সবকটি বিরোধী দল। জাতীয় পতাকাকে অপমান বিষয়টিকে জাতীয় স্তরেই বিজেপির মূল দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মনে করছেন বিরোধীরা। চাপের মুখে জে পি নাড্ডা ভুলের কথা স্বীকার করে নিলেও সার্বিক ভাবে এই উক্তি যে বিজেপি দলের অভ্যন্তরীণ সংস্কৃতিকেই প্রকাশ্যে এনে ফেলেছে। সুযোগ এবং সম্ভব হলে বিজেপি যে গেরুয়া পতাকাকেই লালকেল্লায় টাঙিয়ে দিতে পিছুপা হবেনা, রাজনৈতিক মহলের একাংশ এমনটাই মনে করছেন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com