VoiceBharat News IMG 20220425 174042

দিন কয়েক আগে এক সম্মেলনের ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়, যেখানে বক্তব্য প্রসঙ্গে বলউড অভিনেতা অক্ষয় কুমারকে বলতে শোনা যায়, “আমার কাছে প্রচুর টাকা অফার আসে গুটখা পান মশালার বিজ্ঞাপন করার জন্য। আমি রাজি হইনা। কারণ টাকাটাই সব নয়!” কিন্তু ঘটনা হল তিনি একটি পানমশলার বিজ্ঞাপনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন। সেই উদাহরণ তুলে ধরে ব্যাপক ট্রোলিং শুরু করেন নেটিজেনরা।

VoiceBharat News images 2022 04 25T173944.434


সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের ঠেলায় জেরবার হয়ে প্রথমে যদিও অক্ষয় আত্মপক্ষ সমর্থনে বলেছিলেন, “আমি তামাকজাতীয় দ্রব্য নয়, এলাচের বিজ্ঞাপন করছি। পরে সংশোধনের রাস্তাই বেছে নিয়েছেন অক্ষয় কুমার। একটি বিখ্যাত ব্র্যান্ডের পানমশলা কোম্পানির বিজ্ঞাপনে অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগণ তিনজনই মুখ দেখিয়েছিলেন।

VoiceBharat News images 2022 04 25T173832.828

এলাচের বিজ্ঞাপন হলেও সেই সংস্থা তামাকজাত দ্রব্যও প্রস্তুত করে থাকে। তবে সমালোচনা তখনও এতটা জোরদার হয়নি। আসলে অক্ষয় কুমার বিপুল টাকা নাকচের কথা, দায়িত্ববোধের কথা সগর্বে তুলে ধরার ফলে তাঁর প্রতিই সমালোচনার সবকটি তীর ঘুরে যায়। বাকি দুজনের প্রতিক্রিয়া না মিললেও ব্যাপক সমালোচিত অক্ষয় সরাসরি নেটনাগরিকদের উদ্দেশ্যে ক্ষমা চাইলেন, এবং এধরণের বিজ্ঞাপন আর করবেননা বলেই কথা দিলেন।

VoiceBharat News IMG 20220425 165723
একটি ট্যুইট করে অক্ষয় কুমার লিখেছেন, “আমি খুবই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমার সমস্ত শুভানুধ্যায়ী ও অনুরাগীদের কাছে ক্ষমা চাইছি আমি। গত কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া আমাকে রীতিমতো ভাবিয়েছে। বিমল ইলাইচি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হবার পর আপনাদের নানারকম প্রতিক্রিয়া এসেছে। অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি আমি এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়াচ্ছি।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com