VoiceBharat News IMG 20220508 162037

সীমান্তে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি চিনের পরিকাঠামো বৃদ্ধি লক্ষ্য করে চাপা গর্জন একটা ছিলই। এবার সেটাই প্রকাশ্য করে হুঁশিয়ারি বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্পষ্ট ঘোষণা করলেন, “কেউ আঘাত করলে ভারত কাউকে রেয়াত করবে না।”

বেশ কিছুদিন ধরেই প্রতিরক্ষা মন্ত্রীর হাবেভাবে চিনের প্রসঙ্গে অনমনীয় ভঙ্গি লক্ষ্য করা যাচ্ছিল। এবারে সরাসরি পূর্ব লাদাখের লাইন অফ কন্ট্রোলে ভারতের পরিকাঠামো যত তাড়াতাড়ি সম্ভব উন্নত করার নির্দেশ দিলেন রাজনাথ। এই কাজটি পুঙ্খানুপুঙ্খ নজরে রাখার নির্দেশ দেওয়া পেয়েছে ‘বর্ডার রোডস অর্গানাইজেশন।’

VoiceBharat News images 2022 05 08T161851.107


‘বর্ডার রোডস অর্গানাইজেশন’-এরই এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “পাহাড়ি এলাকায় নির্মাণ কাজে চিনের দক্ষতা থাকায় তারা খুব দ্রুত এলাকাগুলিতে পৌঁছতে পারছে। বর্ডার রোডস অর্গানাইজেশনকেও সমান্তরাল ভাবে এই কাজ চালিয়ে যেতে হবে। পাশাপাশি, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিজেদের ক্ষমতা পরখ করে দেখতে হবে।”

প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, সীমান্তে পরিকাঠামোর উন্নয়ন ভারতের প্রতিরক্ষা কৌশলেরই অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি ইতিবাচক মনোভঙ্গী প্রকাশ করেই বলেছেন, “যাঁরা আমাদের সুরক্ষার জন্য নিরন্তর কাজ করছেন, তাঁদের সবরকমের সুযোগ সুবিধা দেওয়া আমাদের অবশ্যকর্তব্য।’’

VoiceBharat News images 2022 05 08T161946.007
হিমালয়ে প্রবল প্রতিকূলতা সত্ত্বেও বর্ডার রোডস অর্গানাইজেশনের দক্ষতার প্রশংসা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক্ষেত্রে কেবলমাত্র সশস্ত্র বাহিনীর জন্যই উন্নতি নয়, বরং স্বাস্থ্য, শিক্ষা,অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন শিল্প এই সবকিছুর জন্যেই লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি এলাকায় উন্নত পরিকাঠামোর প্রয়োজন। এটাই আরো স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি চিনকে টক্কর দেওয়ার আত্মবিশ্বাসকেই আরো দৃঢ় করার বার্তা দিয়েছেন রাজনাথ সিং।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com