VoiceBharat News IMG 20220124 172857

ওটিটি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় হয়েছিল চিত্রপরিচালক ওনির (Onir)-এর ছবি ‘আই অ্যাম’। এবার তারই সিকুয়েল অর্থাৎ দ্বিতীয় পর্ব ‘উই আর’ তৈরির পরিকল্পনা করতে গিয়েই বাধাপ্রাপ্ত হলেন এই ভিন্ন ধারার ছবির পরিচালক। তাঁর ‘উই আর’ ছবির চিত্রনাট্যে একজন সেনানায়ক চরিত্র দেখানো হয়েছে যে কিনা সমকামী। শুধুমাত্র এই কারণেই চিত্রনাট্য বাতিল করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

VoiceBharat News images 2022 01 24T155731.052


২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আই অ্যাম’ ছবিটি ছিল চারটি স্বল্পদৈর্ঘ্যের ছবির (Short film) সমাহার, যা একটা কেন্দ্রে মিলিত হয়। সত্য ঘটনা আবলম্বনে নির্মিত এই ছবি চারটি চরিত্র ওমর, আফিয়া, অভিমন্যু ও মেঘার গল্প বলে। এই ছবিতে রাহুল বোস, মনীষা কৈরালা, নন্দিতা দাস, জুহি চাওলা সহ অনেক পরিচিত মুখকেই দেখা গিয়েছিল।

VoiceBharat News IMG 20220124 160521

ভিন্ন ধারার ছবির পরিচালক হিসেবে দর্শকদের মনে ইতিমধ্যেই নিজের স্থান করে নিয়েছেন পরিচালক ওনির। এবার ওই ছবিটির সিকুয়েল ‘উই আর’ নির্মাণ শুরুর আগেই প্রতিরক্ষা মন্ত্রকের দ্বারা আটকে গেল। এ প্রসঙ্গে ওনির জানান, “নতুন নিয়ম অনুসারে ফিল্মের চিত্রনাট্যে ভারতীয় সেনার অনুষঙ্গ থাকলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক এই চিত্রনাট্য বাতিল করেছে। ১৬ ডিসেম্বর আমি সরকারিভাবে অনুমতি চেয়েছি। আমার মতে এই চিত্রনাট্যে কোথাও ভারতীয় সেনাকে অপমান করা হয়নি।তেমন কোনও ইচ্ছেও আমার নেই।”

VoiceBharat News images 2022 01 24T155755.054
কিন্তু কেন বাতিল হল এই চিত্রনাট্য? খোঁজ নিতে গিয়েই চিত্রপরিচালক ওনির জানতে পারেন ভারতীয় সেনাকে সমকামী দেখানোর ফলেই বাতিল হয়েছে চিত্রনাট্য। ‘বেআইনি’ ঘোষণা করে এই ছবি বানানো নিষিদ্ধ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা যাচ্ছে, এই ছবির গল্পে মেজর জে সুরেশের জীবন কাহিনীর ছাপ রয়েছে।

পরিচালক ওনির ক্ষোভ প্রকাশ করে নিজের বক্তব্যে জানিয়েছেন, ২০০৫ সালে যখন সমকামিতা আইনত বৈধ ছিলনা সেসময়ে তিনি সমকামীদের জীবন নিয়ে সিনেমা করেছেন। অথচ বর্তমানে সুপ্রিম কোর্টে সমকামিতাকে নিরপরাধ ঘোষণা করার পরেও এই সিনেমা বানাতে তাঁকে বাধা দেওয়া হচ্ছে! এর কারণ কি তাঁর নির্দিষ্ট সমকামী চরিত্রটি ভারতীয় সৈনিক বলেই!

সম্প্রতি ভিন্নধারার যৌনতার প্রতীক হিসেবে রামধনু রঙের পতাকা দিয়ে একটি ট্যুইট শেয়ার করে পরিচালক ওনির বলেছেন, ‘কারুর যৌন পরিচয় দিয়ে তাঁর কর্মদক্ষতাকে নির্ধারণ করা যায়না।’

VoiceBharat News IMG 20220124 155658
এই বার্তা কি সহজে প্রতিরক্ষা মন্ত্রকের মন টলাতে পারবে? অথবা চিত্রনাট্যে বাধ্য হয়েই বদল করবেন ওনির, নাকি পড়ে থাকবে বন্ধ দেরাজে? সেটাই এখন প্রশ্ন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com