VoiceBharat News IMG 20220515 154536

সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের প্রকল্প এবং আবাস যোজনার নির্ধারিত টাকা রাজ্যকে দিচ্ছেনা কেন্দ্র, এই সম্পর্কেই কড়া চিঠি লিখে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবার সেই চিঠির প্রেক্ষিতেই একটি পাল্টা চিঠি প্রধানমন্ত্রীকে লিখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

VoiceBharat News trrtwdtrwd20220514204719
ছবি সৌজন্য :- ANI

বৃহস্পতিবারে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “কেন্দ্রীয় সরকার কেবলমাত্র বরাদ্দ টাকা দিচ্ছেনা তাই নয়, বরং উল্টে রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে।”
শনিবার ওই চিঠিরই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরেকটি দীর্ঘ চিঠি লিখে পাঠান শুভেন্দু অধিকারী।

সেই চিঠিতে কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-কে রাজ্য সরকার ‘বাংলার বাড়ি’ বলে নিজের নামে চালাতে চাইছে, এমনই উল্লেখ রয়েছে। পাশাপাশি ১০০ দিনের কাজের প্রকল্প নিয়েও রাজ্যসরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। শুভেন্দুর দাবি কাজ না করেই টাকা আদায়, ভুয়ো জবকার্ড তৈরি করে অর্থ আদায়ের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবিষয়ে অবিলম্বে কেন্দ্রকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

VoiceBharat News images 2022 05 15T154332.922

আবাস যোজনা প্রকল্প নিয়ে এমন অভিযোগ আগেই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। যার প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আঞ্চলিক ভাষার স্বার্থে কেন্দ্রীয় প্রকল্পের আঞ্চলিক নামকরণ করা হয়েছে।” এরপরেও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিষয়টির উল্লেখ আসলে ইচ্ছাকৃত বিতর্ক খুঁচিয়ে বিজেপিকেই আড়াল চেষ্টা, পাশাপাশি কেন্দ্রের স্বার্থ সুরক্ষিত করতেই মুখ্যমন্ত্রীর চিঠির পরে আরেকটি পাল্টা চিঠি প্রকৃতপক্ষে বিজেপিরই পাল্টা চাল, রাজনৈতিক মহলের একাংশ তাই মনে করছেন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com