VoiceBharat News IMG 20220114 215452

পেটের দায়ে কিংবা নেশার দায়ে অনেকে চুরি করে অনেককিছুই। এমনকি এই রাজ্যে দেশের অন্যতম শ্রেষ্ঠ সম্মান রবি ঠাকুরের নোবেল প্রাইজ চুরি যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে কিনা অক্ষর চুরি! নাহ্, এমন কথা চট করে শোনা যায়না। যদিও এশহরে তা হামেশাই ঘটে থাকে। এবার এক বিশিষ্ট প্রতিষ্ঠান ‘লেডি ব্র্যাবোর্ন’ কলেজ এই অভিযোগ জানিয়ে থানায় ডায়েরি করল।

VoiceBharat News images 2022 01 14T214554.091


দীর্ঘদিনের পুরোনো ঐতিহ্যমন্ডিত কলেজ Lady Brabourne. যার শেষের কয়েকটি অক্ষর বেমালুম হাপিশ হয়ে গিয়ে কলেজের নাম দাঁড়িয়েছে Lady Bra. অভাবে পড়েই হোক বা নেশার পয়সা জোগাড়ের লোভে, যে চুরি করেছে তার কাছে অক্ষরগুলো হয়তো কোনও মানে বহন করেনা! চোরের কাছে এগুলো নেহাতই কয়েকটি ধাতুমাত্র। কিন্তু চোরের এই ধাতু চুরির ঠেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মান-ইজ্জত যেতে বসেছে!

বিষয়টা এমনই দৃষ্টিকটু যে, পথচলতি লোকজন কলেজের দেয়ালে এই লেখা দেখে থমকে দাঁড়িয়ে পড়ছেন। কেউ কেউ সরাস‌রি কলেজে দেখা করে জানিয়েওছেন। এমন একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের এমন নামের বিভ্রম! রীতিমতো অশালীন লাগছে। তাই বাধ্য হয়েই থানায় অভিযোগ লেখাতে হল।

VoiceBharat News IMG 20220114 215151
লেডি ব্র্যাবোর্ন কলেজের প্রিন্সিপাল শিউলি সরকার জানান, “বিষয়টি অনেকদিন ধরেই আমাদের নজরে এসেছে। সম্ভবত পেটের দায়ে কেউ চুরি করেছে। পুলিশকে আমরা জানিয়েছি। পূর্ত দপ্তরেও আবেদন করা হয়েছে, যাতে তাঁরা বাকি অক্ষরগুলো সত্বর বসানোর চেষ্টা করেন।”

বেনিয়াপুকুর থানায় ‘অক্ষর চুরির’ অভিযোগ লিখিয়েছে কলেজের কর্তৃপক্ষ। মেটাল দিয়ে নির্মিত এই অক্ষরগুলো খুলে ওজনদরে বেচে দিচ্ছে কেউ বা কারা! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোর ধরতে নেমে পড়েছে পুলিশ।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com