VoiceBharat News IMG 20220123 173207

১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী দিল্লীর বিখ্যাত ইন্ডিয়া গেটে স্থাপিত হতে চলেছে গ্রানাইট নির্মিত নেতাজির সুবিশাল মূর্তি। যে মূর্তির কথা জানতে পেরে নেতাজির কন্যাও আনন্দপ্রকাশ করেছেন। অনেকের মনেই প্রশ্ন , কে নিলেন এই মূর্তি নির্মাণের ভার?

VoiceBharat News 362100 netaji hologram


২৮ ফুট উঁচু এবং ৬ ফুট চওড়া নেতাজির এই গ্রানাইটের মূর্তি নির্মাণ করছেন ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারীর ডিরেক্টর জেনারেল, ভাস্কর্য শিল্পী অদ্বৈত গড়নায়ক। উল্লেখ্য, দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মস্থান ছিল ওড়িশার কটক শহর, ঘটনাক্রমে তাঁর এই মূর্তির নির্মাণশিল্পী অদ্বৈত গড়নায়কও সেই ওড়িশারই অধিবাসী।
তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, “আমি খুশি। আমার কাছে এটা সম্মানের বিষয় যে, এই দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে দিয়েছেন।”

VoiceBharat News IMG 20220123 172727
উল্লেখ্য, দিল্লীর কেন্দ্রীয় সরকার দ্বারা পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিলের ঘটনায় মর্মাহত হয়ে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে তাঁর বক্তব্যে জানিয়েছিলেন, “রাজনৈতিক স্বার্থে কোনো কোনো সময়ে মহান স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্যকে আংশিকভাবে ব্যবহার করা হয়।” নেতাজিকে নিয়ে সংকীর্ণ রাজনীতির বিরোধিতা করেছিলেন তিনি।

সাম্প্রতিক এই বিতর্ক চলাকালীনই ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি প্রতিষ্ঠার ঘোষণা করে হঠাৎই চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালির জাতীয় আবেগে নেতাজির অবস্থানের কথা ভেবে, নাকি বিতর্ক থেকে নিজেকে স্বচ্ছ রাখতেই এই সিদ্ধান্ত! তা নিয়ে যদিও নতুন বিতর্কের সূচন হয়েছে। তবে নেতাজির মূর্তি প্রতিষ্ঠার এই ঘোষণা কথা জেনে আন্তরিক খুশির বার্তা দিয়েছেন অনিতা বসু পাফ।

VoiceBharat News ththth 1642823423944 1642823454040

তিনি বলেন, “দিল্লীতে এমন গুরুত্বপূর্ণ স্থানে তাঁর মূর্তি স্থাপন করা হবে জেনে আমি খুশি। বর্তমান তরুন প্রজন্ম যে নেতাজিকে জানে এবং সম্মান করে তা জেনে আমার ভীষণ ভালো লাগছে।”

পাশাপাশি অনিতা আরো বলেন, “মূর্তি স্থাপন করে তাঁকে শ্রদ্ধা জানানো অবশ্যই দৃষ্টান্তমূলক। তবে আরও গুরুত্বপূর্ণ হল আজকের জীবনযাত্রায় ও রাজনীতিতে নেতাাজির চিন্তাধারা ও মূল্যবোধগুলিকে পুনরুজ্জীবিত করা। শুধুই রাজনীতিবিদরা নন, প্রতিটি পুরুষ ও নারীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য হওয়া উচিত।”

প্রসঙ্গত, দিল্লীর ইন্ডিয়া গেটের এই বিশেষ স্থানটিতে রাজা পঞ্চম জর্জের মূর্তি ছিল। ১৯৬৮ সালে যেটি সরানো হয়। ওই ফাঁকা স্থানটিই এবার নেতাজির মূর্তি দ্বারা পূরণ হতে চলেছে। এই মূর্তি নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পর্দার মারফত নেতাজির একটি থ্রিডি হলোগ্রাম সেখানে শোভা পাবে। আজই যার উন্মোচন।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com