VoiceBharat News images 2022 02 04T115909.139

গতবছর থেকেই সংবাদের শিরোনামে থেকেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। নিখিল জৈনের ডিভোর্সের দাবি, নাুসরাতের তাকে বিয়ের অস্বীকার, নতুন প্রেমিক যশের সাথে সম্পর্ক –তারই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে টলিপাড়া থেকে সামাজিক মাধ্যম, সর্বত্র হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

 

VoiceBharat News images 2022 02 04T115940.394

বছর শেষে নিখিলের সাথে পাকাপাকি বিচ্ছেদ এবং সদ্যোজাত সন্তানলাভের পর বিষয়টি যখন সমাধানের দিকেই এগোচ্ছে, ঠিক তখনই শুরু হয় সন্তানের পিতৃপরিচয় নিয়ে জল্পনা।

নুসরাতের সন্তান ঈশানের পিতা কে! এই আলোচনা চলেছিল দিনের পর দিন। নুসরাত নিজেই এর উত্তর দেন। সকলেই জানতে পারেন — যশই তাঁর সন্তানের পিতা। এখানেই যাবতীয় বিতর্কের অবসান, এমন মনে করা হলেও তা হচ্ছেনা। বিতর্ক অভিনেত্রীর পিছু ছাড়তে চাইছেনা কিছুতেই। এবার বিতর্ক ঈশানের ধর্ম -পরিচয় নিয়ে।

VoiceBharat News images 2022 02 04T115842.933
পিতার পরিচয় নাহয় জানা গিয়েছে। কিন্তু নুসরাত জাহান মুসলিম ও যশ দাশগুপ্ত হিন্দু ধর্মাবলম্বী। তাহলে তাঁদের পুত্র ঈশান কোন ধর্মের অনুসারী হবেন! এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন, চলছে কানাকানি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় নুসরাতকে। নুসরাত বলেন, “একজন ভালো মানুষের মতো বেড়ে উঠবে ঈশান। আমি মুসলিম, যশ হিন্দু। আমাদের সন্তান দুই ধর্ম থেকেই ভালো বিষয়গুলির শিক্ষা নেবে।”

VoiceBharat News IMG 20220204 115730
একই সঙ্গে নিজের পারিবারিক প্রেক্ষাপট তুলে ধরে নুসরাত জানান, “অভিভাবক হিসেবে আমরা খুবই উদারমনস্ক। আমাদের বাড়িতে দুর্গাপূজো, দীপাবলি, ঈদ, ক্রিস্টমাস সবই পালন করা হয়। আমার মনে হয় ঈশানের সামনে আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষ ভারতের উদাহরণ তুলে ধরতে পারব। ঈশান ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ নাগরিক হিসেবে বড় হবে, এটাই আমার বিশ্বাস।”
সন্তান ঈশানের ধর্ম-পরিচয় নিয়ে এই বক্তব্যের মাধ্যমে একটা বৃহত্তর প্রশ্নের উত্তর দিলেন নুসরাত জাহান।

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com