VoiceBharat News images 2022 03 06T155944.183

এইমূহুর্তে রাশিয়ার বন্ধু দেশগুলির সহানুভূতি একান্ত প্রয়োজন বলে মনে করছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ভারত সহ যেসমস্ত দেশের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো তাদের কাছে ইউক্রেনের বিদেশমন্ত্রী দোমিত্রি কুলেবা রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার আবেদন জানাতে অনুরোধ করেন।

VoiceBharat News images 2022 03 06T160209.753


শনিবার এক টেলিবক্তৃতায় ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবা বলেন,”বিগত ৩০ বছর ধরে আফ্রিকা ও এশিয়ার হাজার হাজার ছাত্রকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। বিদেশি হওয়া সত্ত্বেও তাদের যাতায়াতের সুবিধার্থে ইউক্রেনে ট্রেনের বন্দোবস্ত করেছে, হটলাইন স্থাপন করেছে, দূতাবাসের সাথে কাজ করেছে। ইউক্রেন সরকার এক্ষেত্রে বরাবরই সেরাটা দেবার চেষ্টা করে এসেছে।”

যুদ্ধবিরোধী চুক্তি ভেঙেছে রাশিয়া, পাশাপাশি বিদেশি ছাত্রছাত্রীরা এদেশে থাকাকালীনই অমানবিক হামলা চালিয়েছে, এই প্রসঙ্গ তুলে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করে ভারতীয় ও অন্যান্য নাগরিকদের সংঘর্ষপূর্ণ এলাকা থেকে বেরোনোর আবেদন করতে আর্জি জানাচ্ছে ইউক্রেন।

VoiceBharat News images 2022 03 06T160004.982

এদিন ইউক্রেনের বিদেশমন্ত্রী জানান, ইউক্রেনে অবস্থিত অন্য দেশের নাগরিকদের সহানুভূতি আদায় করার চেষ্টা করছে রাশিয়া। কুলেবা বলেন, “আমি ভারত, চীন ও নাইজেরিয়া সরকারকে আহ্বান জানাচ্ছি, রাশিয়াকে গোলাবর্ষণ বন্ধ করে সাধারণ মানুষজনকে এলাকা ছেড়ে বের হবার জন্য আবেদন করুন।” এদিন বিদেশমন্ত্রী কুলেবা আরো একটি গুরুত্বপূর্ণ দিকে ভারতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, তা হলো ইউক্রেনে উৎপাদিত কৃষিজ পণ্য।

VoiceBharat News 366900 dmytro kuleba
কুলেবা বলেন,”ভারত ইউক্রেনের কৃষিপণ্যের অন্যতম উপভোক্তা দেশ। এভাবে যুদ্ধ চলতে থাকলে আমাদের পক্ষে নতুন ফসলের বীজ বোনা কঠিন হয়ে দাঁড়াবে। তাই বিশ্বের এবং ভারতের খাদ্যনিরাপত্তার জন্য যুদ্ধ বন্ধ করাই ছাড়া দ্বিতীয় পন্থা নেই।” ভারতকে রাশিয়ার কাছে আবেদনের বার্তা দিয়ে ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবার সর্বোপরি বার্তা “এই যুদ্ধ সকলের স্বার্থের বিরুদ্ধে।”

By Partha Roy Chowdhury (কিঞ্জল রায়চৌধুরী)

Partha Roy Chowdhury (Bengali: কিঞ্জল রায়চৌধুরী) is staff journalist VoiceBharat News. email: kinjol@voicebharat.com